logo
সুপ্রবাস

সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জুলাই ২০২৫
Copied!
সিডনিতে সূর্য মজুমদারের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির লাকেম্বার এক রেস্তোরাঁয় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কবি সূর্য কিংকর মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীরবতার শব্দ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

বাংলা সাহিত্যচর্চার প্রবাসী সংগঠন ‘দ্য রিডারস ক্লাব’-এর আয়োজনে আয়োজিত এই আবেগঘন সাহিত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন সিডনিপ্রবাসী সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী একঝাঁক বিশিষ্টজন।

অনুষ্ঠানের শুরুতে মমতাজ রহমানের কণ্ঠে রবীন্দ্রসংগীত শ্রোতাদের আবিষ্ট করে তোলে। এরপর কবিতার পঙ্‌ক্তির ছন্দে মুখর হয়ে ওঠে মিলনমেলা—সুমিয় মুৎসুদ্দির আবৃত্তি, লেখিকা মলি আহমদের পাঠ এবং আলোচকদের গভীর পর্যবেক্ষণ ও অনুভবের বয়ানে সৃষ্টি হয় এক অন্তরঙ্গ কাব্যিক পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সিডনির সুপরিচিত লেখক আশীষ ভট্টাচার্য।

আলোচনায় অংশ নেন অধ্যাপক বদরুল আলম খান, সাহিত্য সমালোচক রিয়াজ হক, কবির বাল্যবন্ধু কাজী আলী আজম, বাংলা-সিডনিডটকম-এর সম্পাদক আনিসুর রহমান, তৌহিদুর রহমান, জিয়া হাসান, নওফেল চৌধুরী প্রমুখ।

Poems 1

আলোচনায় উঠে আসে, ‘নীরবতার শব্দ’ কেবল শব্দের বিন্যাস নয়, বরং অন্তর্জগতের অনুভূতির ভাষা। কবির কবিতায় বারবার ফিরে এসেছে মায়ের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, প্রবাসজীবনের নৈঃসঙ্গ্য, শিকড়ের টান এবং মানসজগতের বিষণ্নতা। আলোচকেরা কাব্যগ্রন্থের নির্মেদ শব্দচয়ন, অন্তর্নিহিত দর্শন, শিল্পিত প্রচ্ছদ এবং আবেগঘন আখ্যানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি সূর্য কিংকর মজুমদার তাঁর আবেগঘন বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন—এই কাব্যগ্রন্থ তাঁর জীবনের প্রথম কবিতার পসরা, যা তিনি উৎসর্গ করেছেন তাঁর মায়ের স্মৃতির প্রতি, ভালোবাসার নিঃশব্দ অথচ গভীর উচ্চারণ হিসেবে।

৫৬টি কবিতা নিয়ে প্রকাশিত ‘নীরবতার শব্দ’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘যুক্ত’ প্রকাশনী, যার শিল্পিত প্রচ্ছদ নির্মাণ করেছেন উত্তম সেন।

সাহিত্যিক আবহে অনুষঙ্গ হিসেবে এদিনের আয়োজনে আরও উপস্থিত ছিলেন সুধীর লোধ, শ্যামলী লোধ, রুমা বড়ুয়া মুৎসুদ্দি, মারুফ হাসান, জিয়াউদ্দিন আহমেদ, এলিজাভেতা মজুমদার, রোখসানা রাজ্জাক, আনিসুর রহমান নান্টু, হামিম রেসান, মিনি রেসান, আসিফ হোসেন, খাইরুল আবেদিন, নিশাত আবেদিন ও সুব্রত কিংকর মজুমদার। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সন্ধ্যাটি রূপ নেয় এক স্মরণীয় সাহিত্যানুষ্ঠানে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৪ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে