logo
সুপ্রবাস

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ আগস্ট ২০২৫
Copied!
ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের পেশাদার সাংবাদি‌ক‌দের প্রতিনি‌ধিত্বশীল সংগঠন ‘ইউকে–বাংলা প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও আইপি টিভি চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টিভির ইউকে প্রতিনিধি আরিফ আল মাহফুজ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ‘ডেইলি ড্যাজলিং ডন’–এর প্রতিনিধি মাহবুবুল করিম সুয়েদ।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন), সহসভাপতি আবদুর রশিদ (এনটিভি ইউরোপ), সহসভাপতি হুমায়ন কবির (চ্যানেল আই), সহসভাপতি ফখরুল ইসলাম খসরু (মনুবার্তা)। যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান (টিএন টিভি), সাংগঠনিক সাম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ), দপ্তর সম্পাদক প্রেস ও প্রচার সম্পাদক মুসলিম খান (সবুজ বাংলা), সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এম এস টিভি), মহিলা সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রিল্যান্স), সদস্য মশাহিদ আলী (সম্পাদক, বাংলা সংলাপ), বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রিল্যান্সার), আসাদুজ্জামান তানভীর (ফ্রিল্যান্সার), মোহাম্মদ আলী (মৌলভী বাজার টুডে), আবদুল বাসিত চৌধুরী (ফ্রিল্যান্সার), আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ), শাহেদ শফিক (একুশে টিভি), মোস্তফা চৌধুরী, আশফাক জুনেদ (দেশ রূপান্তর), তানভীর আনজুম আরিফ (এনটিভি) প্রমুখ।

ইউকে–বাংলা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতারা বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে সাংবাদিকতার মান অক্ষুণ্ন রেখে কাজ করতে হবে। পেশাদারত্ব সাংবাদিকতাই হচ্ছে আসল সাংবাদিকতা। সমাজের সব ন্যায়-অন্যায়, সমস্যা-সম্ভাবনা তুলে ধরাই সাংবাদিকদের কাজ। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মানুষের পাশে তথা বাংলাদেশের জনকল্যাণে ইউকে–বাংলা প্রেসক্লাব সর্বদা কাজ করে যাবে। প্রবাস ও দেশের সব সাংবাদিকের স্বার্থ সংরক্ষণে ইউকে–বাংলা প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করতে নিরলস কাজ করে যাবে। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৩ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে