logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে২৮ জুলাই ২০২৫
Copied!
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল ‎স্কুল অ্যান্ড কলেজের জাতীয় পাঠ্যক্রম স্কুলের পরিচালনা পর্ষদের (২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৫ বছর পর স্কুলের পরিচালনা পর্ষদের এই নির্বাচনকে ঘিরে ছিল সাজ সাজ উৎসব মুখর পরিবেশ। এই প্রথমবারের মতো প্রবাসের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভোট আমেজ লক্ষ্য করা গেছে। তিন স্তরের নজিরবিহীন নিরাপত্তা থাকার পরও ভিড় সামলাতে কর্তৃপক্ষকে অনেক বেগ পেতে হয়।

PIC-3

বিকেল ৩টায় শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উৎসবমুখর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও কর্মজীবী সাধারণ নাগরিকেরা বাংলা স্কুলের কাছে জড়ো হন।

PIC-1

জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কাউন্সেলর (কনস্যুলার উইং) এ এস এম সায়েমের পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নির্বাচন প্রক্রিয়াটিই তদারক করে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল।

PIC-6

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান, মঈন উদ্দিন ও সেলিম উদ্দিন।

PIC-8

এ ছাডা, পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিকেরা। পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ভোটদান, ভোট গণনা ও বিজয় ঘোষণা পর্যন্ত তারা সবাই উপস্থিত ছিলেন।

নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেদ্দা শাখা সমর্থিত গার্ডিয়ান ফোরাম এবং জামায়াতে ইসলামীর জেদ্দা শাখা সমর্থিত অভিভাবক পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

PIC-7

নির্বাচনে অভিভাবক পরিষদ থেকে ডা. ওমর ফারুক ১৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান এবং ‎আখতারুজ্জামান ১৩৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ডা. মহিউদ্দিন ১২৮ ভোট ও মোহাম্মদ আবু সোহেল ১২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। অন্যদিকে গার্ডিয়ান ফোরাম থেকে মোহাম্মদ মামুনুর রহমান ১২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

PIC-5

নবনির্বাচিত চেয়ারম্যান ডা. ওমর ফারুক বলেন, আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি সকল অভিভাবককে যারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে ও আমাদের প্যানেলের প্রার্থীদেরকে নির্বাচিত করেছেন। অভিভাবকগণ ভোটের মাধ্যমে তাদের সন্তানদের প্রিয় স্কুলের যে গুরুভার আমাদের ওপর

PIC-4

ন্যস্ত করেছেন, আমরা যেন কর্মের মাধ্যমে সন্তোষজনক ফলাফল দিতে পারি, এটি আমাদের দৃঢ় অঙ্গীকার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার ঐকমতের ভিত্তিকে যাতে স্কুলটি তার হারানো গৌরবোজ্জ্বল অধ্যায়ে ফিরে যেতে পারে, সে জন্য সকল অভিভাবক, ছাত্র শিক্ষক, শুভাধ্যনুযাীর সহযোগিতা একান্ত কাম্য।

আরও দেখুন

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

প্যারিসে লেখক নাজমুন নেসা পিয়ারিকে সাহিত্য সংগঠনের সংবর্ধনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও একুশে পদকপ্রাপ্ত লেখক নাজমুন নেসা পিয়ারিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৯ দিন আগে

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

সিডনিতে হর্টিকালচারাল প্রোডাক্টস ডেলিভারি প্রোগ্রামের উদ্বোধন

উদ্যোগটির লক্ষ্য, প্রবাসীদের মধ্যে কৃষি ও বাগানচর্চার আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশে উপযোগী উদ্ভিদ সরবরাহের মাধ্যমে একটি টেকসই উদ্যানতাত্ত্বিক নেটওয়ার্ক তৈরি করা।

৯ দিন আগে

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

মেলবোর্নে প্রবাসী তিন নারী উদ্যোক্তার নতুন ফ্যাশন হাউস

উদ্যোক্তারা জানিয়েছেন, শুরুটা ছোট পরিসরে হলেও তাদের লক্ষ্য খুব শিগগিরই ফ্যাশন হাউসের কার্যক্রমের পরিধি বাড়িয়ে পুরো অস্ট্রেলিয়াজুড়ে ছড়িয়ে দেওয়া। অনলাইন ও সরাসরি—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে তাদের বৈচিত্র্যময় ফ্যাশন সংগ্রহ।

১৬ দিন আগে

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

১৬ দিন আগে