logo
সুপ্রবাস

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি শাখার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আবুধাবির খালিজ আল আরব পার্কে আলোচনা সভা, কমিটি ঘোষণা, রাফেল ড্র, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান সোহেল। সঞ্চালনা করেন প্রকৌশলী সাইফুন নাহার জলি। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী, দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিষ বড়ুয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন, দুবাই শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন ইকবাল, আল আইন শাখার প্রধান উপদেষ্টা উত্তম কুমার হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী সালাহ উদ্দিন আহমেদ, ইনডেক্স এক্সচেঞ্জের সিইও আবদুস সালাম, আহলিয়া এক্সচেঞ্জের মার্কেটিং অফিসার শাহিনুরসহ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিরা।

এ ছাড়া, সংগঠনের আবুধাবি শাখার সকল সদস্যসহ শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত বহু অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

IMG_20250223_140447_1

আলোচনা সভায় স্বাগত ও সাংগঠনিক বক্তব্য রাখেন যথাক্রমে কামরুল ইসলাম, আবুল কাশেম তুহিন, মিফতাহ উদ্দিন, নুরুল আলম চৌধুরী, মোহাম্মদ সেকেন্দার, কাশেম তালুকদার, রাশেদুল হাসান তুহিন, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, দিদারুল ইসলাম আলমগীর, বোরহান উদ্দিন, মাইনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাইফুন্নাহার জলিকে সভাপতি, আবুল কাশেম তুহিনকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং খন্দকার আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট দুই বছর (২০২৫-২০২৭) মেয়াদি সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রবাসীদের দ্বিধা–দ্বন্দ্ব ও মত–অমতের উর্ধ্বে এসে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একই মঞ্চ থেকে দেশের কল্যাণে কাজ করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি পতাকা বহন করি, সবাই আমরা দেশের ভালো চাই, এখন আমাদের জাতীয় ঐক্যের সময়, ঐক্য ছাড়া আমাদের জাতীয় উন্নয়ন সম্ভব না।

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৪ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে