logo
সুপ্রবাস

আমিরাতে ঢাকা বোর্ডের অধীনে দুটি কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৭ এপ্রিল ২০২৫
Copied!
আমিরাতে ঢাকা বোর্ডের অধীনে দুটি কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে চলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয সময় সকাল ৮টা থেকে এই পরীক্ষা শুরু হয়। নতুন সংশোধিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

আমিরাতে দুই কেন্দ্রের একটি রাজধানী আবুধাবিতে। অপরটি দুবাইয়ে।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধায়নে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ স্কুলে মোট ৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন ব্যবসা বিভাগে। তাদের মধ্যে ২৪ জন ছেলে এবং ২৯ জন মেয়ে। মোট পরীক্ষার্থীর ৪৬ জন নিয়মিত এবং ৭ জন অনিয়মিত পরীক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের ডিসিএম শাহনাজ পারভীন রানু। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। পরিদর্শকের দায়িত্ব রয়েছেন স্কুলের সিনিয়র শিক্ষক আবদুল গণি ছিদ্দিকী, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ আবু তৈয়ব।

অন্য দিকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমার প্রাইভেট স্কুলে মোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ জন এবং ব্যবসা বিভাগে ১২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছেলে ১৬ জন এবং মেয়ে শিক্ষার্থী ১১ জন৷

আরও দেখুন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

আমিরাতের বাংলাদেশ দূতাবাসে ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

২ দিন আগে

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বাহরাইনে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্‌যাপন

যথাযথ মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাজধানী মানামায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকালে মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

২ দিন আগে