logo
সুপ্রবাস

বিডি এক্সপ্যাটসের আয়োজনে মালয়েশিয়ায় জমকালো বৈশাখী মেলা

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৪ মে ২০২৫
Copied!
বিডি এক্সপ্যাটসের আয়োজনে মালয়েশিয়ায় জমকালো বৈশাখী মেলা

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশি এক্সপ্যাটস ইন মালয়েশিয়ার (বিডি এক্সপ্যাটস) আয়োজনে কুয়ালালামপুর-সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্ব্যালি হল প্রাঙ্গণে ১৩ বৈশাখ (২৬ এপ্রিল) শনিবার দিনব্যাপী এই মেলা বসে।

মেলার প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। সেই সাথে উপস্থিত ছিলেন হাইকমিশনের অন্য কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।

সকাল ১১টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

1000029563

মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ মেলায় অংশগ্রহণ করেন। দিনভর মেলার পরিবেশ ছিল দেশীয় উৎসবের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার প্রাণময়তায় ভরপুর। বিকেল ৩টার মধ্যেই মেলা প্রাঙ্গণ উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়ে।

আয়োজক কমিটির পক্ষ থেকে হাইকমিশনার মো. শামীম আহসান এবং অন্য অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিডি এক্সপ্যাটসের সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য ড. মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, ডা. তানিয়া ইসলাম, মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ হাইকমিশনারের সঙ্গে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

1000029530

আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে বৈশাখী মেলা ১৪৩২ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও কার্যনির্বাহী সদস্য অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলার মূল কার্যক্রম শুরু হয়। হাইকমিশনার মো. শামীম আহসান মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিসা ইসলাম খান সম্পাদিত 'প্রবাসের খেরোখাতা' শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সে সময় হাইকমিশনারের স্ত্রী পেন্ডোরা চৌধুরীসহ আয়োজক কমিটির সকল সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।

মেলার সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন অসীম সাহা রায় ও কণ্ঠশিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া।

প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে মুখরিত এই মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

1000029548

উদ্‌যাপন কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, অসীম সাহা রায়, ডা. তানিয়া ইসলাম, পাভেল সারওয়ার, কবি পারিসা ইসলাম খান, শাহ নেওয়াজ খান রেজা, আফরীন জাহান, শামীমা, নিয়ান সাহা, সুমাইয়া জাফরিন চৌধুরী, সংগীত শিল্পী ড. মারজিয়া জান্নাত মহুয়া, তামিমুল হুদা, রিবো আলম এবং আফনান জাফর।

মেলায় টাইটেল স্পনসর হিসেবে ছিল বাংলাদেশের সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার। প্রতিষ্ঠানটি আয়োজিত র‍্যাফেল ড্র-তে ৩টি রিটার্ন কাপল টিকিট প্রদান করে। র‍্যাফেল ড্র-তে সিবিএল মানি ট্র্যান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজী উপস্থিত ছিলেন।

1000029576

অন্য স্পন্সরদের মধ্যে ছিলেন ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল, এনবিএল মানি ট্রান্সফার, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সানওয়ে মেডিকেল সেন্টার, ই-স্মার্টওয়ে এসডিএন বিএইচডি, এনবিএল মানি ট্রান্সফার, মেডিলিংক গ্লোবাল (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি এবং জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস এসডিএন বিএইচডি।

মেলায় ফুড পার্টনার ছিল ভিআইপি পিঠা ঘর, প্রিন্টিং পার্টনার স্মার্ট ডিজাইন অ্যান্ড প্রিন্টিং সল্যুশন এবং কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM) এবং ফটোগ্রাফি পার্টনার ছিল ক্লিকস অব শাওন।

আরও পড়ুন

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

টরন্টোয় বাংলাদেশে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সিসিবিএসের সেমিনার

বাংলাদেশের সংস্কার প্রস্তাবসূমহের কার্যকর বাস্তবায়ন ও প্রয়োগের উপায় নিয়ে টরন্টোয় কানাডিয়ান সেন্টার ফর বাংলাদেশ ষ্টাডিজের (সিসিবিএস) উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ দিন আগে

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়রকে রিকশা রেপ্লিকা উপহার বাংলাদেশি শুভর

ফ্রান্সের লুতখুজু শহরের মেয়র ডেভিড মার্টিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিকশা রেপ্লিকা উপহার দিয়েছেন বাংলাদেশি সাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ।

৪ দিন আগে

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের পিঠা উৎসব

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। রোববার (৩১ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে জি-টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা।

১৭ দিন আগে

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বিডি এক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৯ দিন আগে