সোনালি নকশা করা সাদা আবায়া পরিহিতা ফাতিমা অলিয়ান রিয়াদের সেইসব উদার আতিথ্যদাতাদের একজন, যারা নিজেদের ঘর পর্যটক ও প্রবাসীদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই উদ্যোগটি জনপ্রিয় হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম হাইহোমের মাধ্যমে, যা পর্যটকদের সৌদি সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার সুযোগ দেয়।