
বিডিজেন ডেস্ক

ফেনীর সোনাগাজীর চর গোপালগাঁও গ্রামের ছোট ফেনী নদী থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম–পরিচয় জানা যায়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে গ্রামের শরিয়ত উল্যাহ মেম্বারবাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীতে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, লাশটি গত ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং এটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে।

ফেনীর সোনাগাজীর চর গোপালগাঁও গ্রামের ছোট ফেনী নদী থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম–পরিচয় জানা যায়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে গ্রামের শরিয়ত উল্যাহ মেম্বারবাড়ি সংলগ্ন ছোট ফেনী নদীতে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে আসে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, লাশটি গত ৩ থেকে ৪ দিন আগের হতে পারে এবং এটি অন্য এলাকা থেকে ভেসে এসেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।