
বিডিজেন ডেস্ক

ফারহান ফাইয়াজরা যতদিন আছে, তত দিন ছাত্রলীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ দেশে খুনিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শহীদ হয় রেসিডেন্সিয়ার কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের স্মরণে ‘স্মৃতি অমলিন’ অনুষ্ঠানের আয়োজন করে রেসিডেন্সিয়াল কলেজ। শ্রদ্ধা জানানো হয় ফারহান ফাইয়াজসহ সকল জুলাই শহীদদের।
শহীদদের স্মরণে পরিবেশন করা হয় প্রতিবাদী গান ও নাটক। তুলে ধরা হয় জুলাইয়ের বিভীষিকাময় চিত্র।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিশুদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, খুনিদের ফিরে আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
শফিকুল আলম বলেন, ‘বিচার কাজ শুরু হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর যারা অ্যাটাক করেছিল, ছাত্রলীগ তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন। কিন্তু ফাইয়াজরা যতদিন আমাদের সঙ্গে আছে, এটা জীবনে ফিরবে না। খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’

ফারহান ফাইয়াজরা যতদিন আছে, তত দিন ছাত্রলীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ দেশে খুনিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শহীদ হয় রেসিডেন্সিয়ার কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।
গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের স্মরণে ‘স্মৃতি অমলিন’ অনুষ্ঠানের আয়োজন করে রেসিডেন্সিয়াল কলেজ। শ্রদ্ধা জানানো হয় ফারহান ফাইয়াজসহ সকল জুলাই শহীদদের।
শহীদদের স্মরণে পরিবেশন করা হয় প্রতিবাদী গান ও নাটক। তুলে ধরা হয় জুলাইয়ের বিভীষিকাময় চিত্র।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিশুদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, খুনিদের ফিরে আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।
শফিকুল আলম বলেন, ‘বিচার কাজ শুরু হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর যারা অ্যাটাক করেছিল, ছাত্রলীগ তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন। কিন্তু ফাইয়াজরা যতদিন আমাদের সঙ্গে আছে, এটা জীবনে ফিরবে না। খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।