logo
খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক: সরকারকে আরও শক্ত অবস্থান নিতে পরামর্শ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ দিন আগে
Copied!
প্রধান উপদেষ্টার সঙ্গে চার দলের বৈঠক: সরকারকে আরও শক্ত অবস্থান নিতে পরামর্শ
৪ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, ঢাকা। ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) রাতে। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে এ পরামর্শ আসে। 

বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ২টি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে সরকার যেন আরও শক্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কিছুটা ঘাটতি আছে, সে কথাও তারা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনপ্রক্রিয়ার দিকে সরকারকে সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। এ ছাড়া, নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানিয়েছে দলগুলো।’

আসিফ নজরুল আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃশ্যমান করতে আহ্বান জানিয়েছেন। রাজনীতির মাঠে মত-দ্বিমত থাকবেই, পক্ষ-বিপক্ষ বক্তব্য থাকবেই, দলগুলোর থেকে সরকারকে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চায়। ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে দলগুলোর মধ্যে হতাশা বা প্রশ্ন নাই। তারা প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন।’

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের ৪টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে এ পরামর্শ আসে। 

৪ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সেখানে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ছবি–সংগৃহীত
৪ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সেখানে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ছবি–সংগৃহীত

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপি ও এনসিপির নেতারা যমুনার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হলে অনেক সমস্যা এমনিতে কমে যাবে। আর জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, এখনো বহু অপরাধী ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেপ্তার করা দরকার। না হলে নানা রকম ঝুঁকি তৈরি হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললে তাঁর ভালো লাগে।

এ সময় রাজনৈতিক নেতারা বলেন, প্রধান উপদেষ্টা ডাকলেই তারা সাড়া দেবেন।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। একটি মহল থেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। এসএসসি পরীক্ষা আরও আগে বাতিল করা উচিত ছিল বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারকে আরেকটু কঠোর হতে বলা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় করতে তাগিদ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতার কথা বলা হয়েছে। নির্বাচনের আগেই যেন স্থিতিশীল পরিস্থিতি ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংস্কার ও জুলাই সনদ নিয়ে তাগিদ দেওয়া আছে। নির্বাচন বিলম্বের কোনো চেষ্টা চলছে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘পরিস্থিতির সুযোগ নিচ্ছে একটি গোষ্ঠী। ফ্যাসিবাদী শক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক শক্তি যেন  এক থাকে তাই নিয়ে আলোচনা হয়েছে। সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে গভীরভাবে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবাই একমত প্রকাশ করেছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে। সরকারকে গঠনমূলক ভূমিকা রাখতে বলা হয়েছে। সব দল সরকারের পাশে থাকবে বলে একমত হয়েছে। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সরকারকে সহায়তা করবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।’

আরও পড়ুন

আরও পড়ুন

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

২ ঘণ্টা আগে

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করা হবে: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন করা হবে: প্রেস সচিব

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

২ ঘণ্টা আগে

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম

ইতালির মর্যাদাপূর্ণ চিভিতেলা রানিয়েরি ফেলোশিপ পেয়েছেন কথাসাহিত্যিক মশিউল আলম

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।

২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এলেন আরও ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।

১৬ ঘণ্টা আগে