logo
খবর

গাজায় মানবিক সহায়তা: মার্কিন নির্দেশনাও মানছে না ইসরায়েল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
গাজায় মানবিক সহায়তা: মার্কিন নির্দেশনাও মানছে না ইসরায়েল
বিধ্বস্ত গাজায় অসহায় নারী ও শিশুরা: ছবি ক্রিশ্চিয়ান এডের সৌজন্যে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে আমেরিকা যে সময় ঠিক করে দিয়েছিল তা মানেনি ইসরায়েল। বরং অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপের দিকে গেছে।

জরুরি ভিত্তিতে ইসরায়েলকে এই ইস্যুতে ৩০ দিন সময় দিয়ে গত মাসে চিঠি দেয় আমেরিকা। ১৩ নভেম্বর শেষ হচ্ছে ওই আলটিমেটাম। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে অধিকার সংগঠনগুলো।

আজ ১২ নভেম্বর মঙ্গলবার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, অক্সফাম, রিফিউজি ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন গাজায় মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েল শুধু মার্কিন মানদণ্ড পূরণ করতেই ব্যর্থ হয়নি। মানবিকতার প্রতি সমর্থন নির্দেশ করে এমন নির্দেশনাও পূরণে ব্যর্থ হয়েছে।

সংস্থাগুলো বলছে, একই সাথে ইসরায়েল এমন পদক্ষেপ নিয়েছে, যা নাটকীয়ভাবে স্থলভাগে পরিস্থিতির বিশেষ করে উত্তর গাজার পরিস্থিতির অবনতি হয়েছে। এক মাস আগের তুলনায় আজকে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় রয়েছে।

অধিকার সংস্থাগুলো আরও বলেছে, ইসরায়েল তার মিত্রদের দাবি মেনে চলতে ব্যর্থ হয়েছে।

ইসরায়েলকে মানবিক সহায়তা নিশ্চিত করেত আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই আহ্বান না মানলে বাইডেন সরকার ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ইসরায়েলকে পাঠানো চিঠিতে সই করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এতে বলা হয়, ‘অবনতিশীল মানবিক পরিস্থিতির’ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘গভীর উদ্বেগ’ রয়েছে। আগের মাসে উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা পাঠাতে ইসরায়েলের বাধা দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, গাজার অনেক মানুষকে ইসরায়েল সরিয়ে নিতে বাধ্য করেছে। চিঠিতে এক মাসের মধ্যে ইসরায়েল সরকারের জরুরি এবং টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়।

বিবিসি জানায়, ওই চিঠির অর্থ হলো মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয় এমন দেশগুলোতে সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয় বলে জানায় ইসরায়েল। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। যুদ্ধ লেগে যায় দুই পক্ষে।

গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

আরও দেখুন

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৩ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৩ দিন আগে

আমিরাতপ্রবাসী সাংবাদিক এম আব্দুল মান্নানের বাবা মারা গেছেন

আমিরাতপ্রবাসী সাংবাদিক এম আব্দুল মান্নানের বাবা মারা গেছেন

আজ বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাদী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

৩ দিন আগে

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের ৭ নভেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টদের ৭ নভেম্বরের মধ্যে আবেদন করার আহ্বান

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া’ পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টসমূহকে আগামী ৭ নভেম্বরের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন দাখিল করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

৩ দিন আগে