
বিডিজেন ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খবর আজকের পত্রিকার।
ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খবর আজকের পত্রিকার।
ফেরদৌসী বেগম ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। তাদের চার সন্তান রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গত শুক্রবার গৃহবধূ ফেরদৌসী বেগম নিখোঁজ হন। তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে স্থানীয়রা বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি নির্জন বাগানের সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আজিজুল হক আরও জানান, ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগেই তাঁকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।
নিহতের ছেলে ইকরামুলের অভিযোগ, ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। পারিবারিক বিরোধের সূত্র ধরেই হত্যাকাণ্ডের কারণ থাকতে পারে বলে তাদের ধারণা।
ঘটনাস্থল থেকে নিহতের দেবর আলমগীর হোসেন ও আরেক প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।