
প্রতিবেদক, বিডিজেন

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি ১৬ নভেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব।”
তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩৫ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে। বাংলাদেশের সরাসরি ভোটের যে ইনপার্সন ভোটিংয়ের যে ব্যালট, তার চেয়ে ডিফারেন্ট হবে। এই ব্যালটে সব প্রতীক ছাপানো থাকবে।”

প্রবাসী ভোটারদের জন্য জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “এটাকে আমরা অনলাইনে নিয়ে গিয়েছি। সেই অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়াল রানে আছে। আশা করছি ১৬ নভেম্বর থেকে এই অ্যাপ্লিকেশনটা সবার ব্যবহারের জন্য লঞ্চ করে দেব।”
তিনি জানান, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩৫ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি প্রবাস থেকে ভোট সংগ্রহের জন্য ব্যালটটা বাংলাদেশে ব্যবহৃত ব্যালটের চেয়ে ডিফারেন্ট হবে। বাংলাদেশের সরাসরি ভোটের যে ইনপার্সন ভোটিংয়ের যে ব্যালট, তার চেয়ে ডিফারেন্ট হবে। এই ব্যালটে সব প্রতীক ছাপানো থাকবে।”
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।
সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।