logo
খবর

প্রবাসীদের ভোটপদ্ধতি পর্যালোচনায় পরামর্শক কমিটি করছে ইসি

প্রতিবেদক, বিডিজেন০৯ এপ্রিল ২০২৫
Copied!
প্রবাসীদের ভোটপদ্ধতি পর্যালোচনায় পরামর্শক কমিটি করছে ইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ৯ এপ্রিল ২০২৫। ছবি: ইসির সৌজন্যে

প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের তিনটি বিকল্প পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞদের সমন্বয়ে ‘অ্যাডভাইজারি কমিটি’ (পরামর্শক কমিটি) করছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং—এই তিন পদ্ধতির দুর্বলতা কাটাতে কাজ করবে এই কমিটি।

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) বিশেষজ্ঞসহ মন্ত্রণালয়, বিভাগ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা করেছিল ইসি। তারই ধারাবাহিকতায় এই কমিটি করা হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইসির পরবর্তী কার্যক্রম হচ্ছে, একটা অ্যাডভাইজরি টিম গঠন করা। গতকাল যাঁরা বিশেষজ্ঞ ছিলেন, তাঁদের নিয়ে এই টিম গঠন করা হবে। তিনটি পদ্ধতির সফলতা-দুর্বলতা পর্যালোচনা করে কী করে দুর্বলতা কাটানো যায়, সে ব্যবস্থা তাঁরা (বিশেষজ্ঞ) করবেন। এরপর ইসি অংশীজনদের সঙ্গে বসবে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা যা-ই করি না কেন, যে সময়টা আমরা পাব, তার মধ্যেই কাস্টমাইজ করতে হবে। তাই সময় না পেলে বাস্তবায়ন করা সম্ভব হবে না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রক্সি ভোটের বিষয়ে তাঁরা বলছেন, যদি সর্বোচ্চ ভোটার আনতে চান, তাহলে প্রক্সি ভোটই একমাত্র অপশন (বিকল্প)। এখনো কমিশনের অবস্থান একই আছে। কর্মশালায় প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন। সফলতাও তুলে ধরেছেন। অন্যগুলোর ক্ষেত্রেও তাই। কোনো বিকল্পকেই তাঁরা সিঙ্গেল আউট (একটি বেছে নেওয়া) করছেন না। বাংলাদেশের জন্য কোনো একটি অপশন (বিকল্প) অ্যাপলিকেবল (প্রযোজ্য) না। কম্বাইন্ড (সমন্বিত) অপশনের দিকে যেতে হবে। তিনটা পদ্ধতিকে যদি আনা যায়, তাহলে তাঁরা তিনটা পদ্ধতিকেই আনবেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

৫ ঘণ্টা আগে

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

৭ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

৮ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

৮ ঘণ্টা আগে