বিডিজেন ডেস্ক
ব্যস্ত সফরসূচি নিয়ে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ একাধিক বৈঠক করতে শুক্রবার ও শনিবারের ব্যস্ত কর্মসূচি নিয়ে ঢাকায় এসেছেন। তিনি রবিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।
গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান একসঙ্গে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পৃথক দুটি বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন।
উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক শুক্রবার দুপুর ১২টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।
ইউএনআরসি, আরআরআরসি, আইএসসিজির প্রধান সমন্বয়কারী এবং আইওএম-ইউএনএইচসিআর প্রতিনিধির নেতৃত্বে ওয়াচ টাওয়ারে এক ব্রিফিংয়ে রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমার সীমান্তের দৃশ্য দেখানো হবে।
বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও ব্রিফিং করা হবে। এতে শরণার্থীদের মধ্যে অবকাঠামো এবং মানব পুঁজি বিনিয়োগ জোরদারে আইএফআইগুলোর ভূমিকা তুলে ধরা হবে।
এ ছাড়া, ব্রিফিংয়ে দুর্যোগ প্রশমন ও সেবা প্রদানের সমন্বিত পন্থা তুলে ধরা হবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তারা আশা করছেন রোহিঙ্গা শিবিরে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে ১ লাখ রোহিঙ্গা শরণার্থী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার স্বীকৃতি হিসেবে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেবেন গুতেরেস ও ড. ইউনূস।
শুক্রবার রাতে কক্সবাজার থেকে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
শনিবার জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের নতুন সাধারণ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখবেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত থাকতে পারেন।
গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সদস্য এবং জাতিসংঘের সকল কর্মীদের সঙ্গে একটি বৈঠকেও যোগ দেবেন।
তিনি সংস্কার সম্পর্কিত একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে পারেন এবং শনিবার তরুণদের সঙ্গে পৃথক সংলাপে অংশ নেবেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় সুশীল সমাজের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।
প্রধান উপদেষ্টা ইউনূস আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগদানের আগে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনের সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের রবিবার সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান।
আরও পড়ুন
ব্যস্ত সফরসূচি নিয়ে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ একাধিক বৈঠক করতে শুক্রবার ও শনিবারের ব্যস্ত কর্মসূচি নিয়ে ঢাকায় এসেছেন। তিনি রবিবার সকালে ঢাকা ত্যাগ করবেন।
গুতেরেস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান একসঙ্গে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পৃথক দুটি বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন।
উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক শুক্রবার দুপুর ১২টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।
ইউএনআরসি, আরআরআরসি, আইএসসিজির প্রধান সমন্বয়কারী এবং আইওএম-ইউএনএইচসিআর প্রতিনিধির নেতৃত্বে ওয়াচ টাওয়ারে এক ব্রিফিংয়ে রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমার সীমান্তের দৃশ্য দেখানো হবে।
বিশ্ব ব্যাংকের পক্ষ থেকেও ব্রিফিং করা হবে। এতে শরণার্থীদের মধ্যে অবকাঠামো এবং মানব পুঁজি বিনিয়োগ জোরদারে আইএফআইগুলোর ভূমিকা তুলে ধরা হবে।
এ ছাড়া, ব্রিফিংয়ে দুর্যোগ প্রশমন ও সেবা প্রদানের সমন্বিত পন্থা তুলে ধরা হবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তারা আশা করছেন রোহিঙ্গা শিবিরে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে ১ লাখ রোহিঙ্গা শরণার্থী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার স্বীকৃতি হিসেবে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে ইফতারে অংশ নেবেন গুতেরেস ও ড. ইউনূস।
শুক্রবার রাতে কক্সবাজার থেকে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
শনিবার জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের নতুন সাধারণ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করবেন এবং ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী দেখবেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত থাকতে পারেন।
গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সদস্য এবং জাতিসংঘের সকল কর্মীদের সঙ্গে একটি বৈঠকেও যোগ দেবেন।
তিনি সংস্কার সম্পর্কিত একটি গোলটেবিল আলোচনায় অংশ নিতে পারেন এবং শনিবার তরুণদের সঙ্গে পৃথক সংলাপে অংশ নেবেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় সুশীল সমাজের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।
প্রধান উপদেষ্টা ইউনূস আয়োজিত ইফতার ও নৈশভোজে যোগদানের আগে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনের সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের রবিবার সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত ঊর্ধ্বতন প্রতিনিধি ড. খলিলুর রহমান।
আরও পড়ুন
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক মশিউল আলম ইতালির চিভিতেলা রানিয়েরি ফেলোশিপে ভূষিত হয়েছেন। এই আন্তর্জাতিক সম্মাননা প্রতিবছর বিশ্বের খ্যাতিমান ভিজ্যুয়াল শিল্পী, লেখক ও সংগীতজ্ঞদের দেওয়া হয়। মশিউল আলম এই ফেলোশিপপ্রাপ্ত প্রথম বাংলাদেশি লেখক।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তারা। আজ শনিবার (২ আগস্ট) সকালে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।