logo
খবর

রাজনৈতিক দল নিষিদ্ধসহ গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলুন: জাতিসংঘের মানবাধিকার সংস্থা

প্রতিবেদক, বিডিজেন১৩ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
রাজনৈতিক দল নিষিদ্ধসহ গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলুন: জাতিসংঘের মানবাধিকার সংস্থা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল নিষিদ্ধ করা, ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে— এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার বিষয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।

প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা 'সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র’ পুনপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ন করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে।

এ ছাড়াও, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থাসহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিতের সুপারিশও করা হয় প্রতিবেদনে।

সাংবাদিক, আওয়ামী লীগ সমর্থক, সংখ্যালঘু নেতা, মানবাধিকার কর্মী এবং নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যাতে নির্বিচারে গ্রেফতার, অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন—তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এবং এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত ও বিচার করুন। পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলাসহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহজতর করুন।”

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যেসব সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় তাদের নিজ ইউনিটে ফিরিয়ে নিয়ে র‌্যাব বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) তাদের তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনে জবাবদিহিতা ও বিচার, পুলিশ ও নিরাপত্তাসহ কয়েকটি সুনির্দিষ্ট ক্ষেত্রে সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে- নাগরিকদের সুযোগ, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন।

‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও অগাস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সাংবাদিক, রাজনৈতিক দলের কর্মী, সংখ্যালঘু নেতা ও অধিকার কর্মীদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও সুপারিশ করেছে জাতিসংঘ।

দেশের নাগরিকদের নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের (নাগরিক) সরাসরি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যাতে মানবাধিকারের নীতির প্রতি সম্মান দেখায়—তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা শুরুরও সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিবেদনে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রয়োজনীয় ও উপযুক্ত ক্ষেত্রে অস্থায়ী বিশেষ ব্যবস্থাসহ রাজনৈতিক ও অন্য ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতা নিশ্চিতে আইন ও বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও প্রতিশোধমূলক সহিংসতার জন্য ন্যায্য ও কার্যকর ফৌজদারি বিচারের সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজসহ স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় পুলিশ কমিশনের মাধ্যমে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক পুলিশ নিয়োগ, পদোন্নতি, বদলি ও অপসারণ প্রক্রিয়া গ্রহণের সুপারিশ করা হয়েছে।

এতে পুলিশ পর্যবেক্ষণ ইউনিটের পরিবর্তে স্বরাষ্ট্র/বাংলাদেশ পুলিশ চেইন অফ কমান্ডের বাইরে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছ, “এটি নাগরিক সমাজসহ স্বাধীন সদস্যদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত। জনসাধারণের অভিযোগ দেওয়ার সংস্থা হিসেবে কাজ করার জন্য বিশেষায়িত কর্মী, ক্ষমতা ও আইনি ক্ষমতাও থাকতে হবে।”

জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলেছে, মানবাধিকার লঙ্ঘন ও যেকোনো পুলিশ সদস্যের অন্য গুরুতর অসদাচরণের বিষয়ে তাদের নিজস্ব কার্যকর তদন্তসহ অভিযোগগুলোর বিচার হওয়া উচিৎ।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সারজিস ও হাসনাতের

এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টে তারা এ দাবি জানান।

সারজিস আলম বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত আমাদের সহযোদ্ধা আবুল কাশেম শহীদ হয়েছেন! প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই।’

ওই পোস্টে হ্যাশট্যাগ আওয়ামী লীগ জুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘খুনির দল আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে কাশেমকে ‘প্রতিবিপ্লবের প্রথম শহীদ’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আয়নাঘর, হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছে। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে।’

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে গাজীপুর শহরে সাবেক সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাতে গেলে স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে। এই ঘটনায় কাশেমসহ আহত হন অন্তত ১৪ জন।

আরও পড়ুন

আরও পড়ুন

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক, নিরাপত্তাশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক, নিরাপত্তাশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নিরাপত্তাশঙ্কা নেই।

৪ ঘণ্টা আগে

‘ছাত্রলীগের নির্যাতনে অংশীদার হতেন শিবিরের নেতা-কর্মীরা’, ফেসবুক পোস্টে আবদুল কাদের

‘ছাত্রলীগের নির্যাতনে অংশীদার হতেন শিবিরের নেতা-কর্মীরা’, ফেসবুক পোস্টে আবদুল কাদের

তিনি বলেন, ‘হলে থাকার কারণে ছাত্রশিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত, তারা মূলত আইডেনটিটি ক্রাইসিস (আত্মপরিয়ের সংকট) থেকে উতরানোর জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াত। সেটা  নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায় থেকে।

৫ ঘণ্টা আগে

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলী

জুলাই মাসে যুক্তরাষ্ট্র গেছেন ঢালিউডের নায়ক শাকিব খান। এর কিছুদিন পর শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে গেছেন শবনম বুবলী।

১৭ ঘণ্টা আগে

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা ৫ বা ৮ আগস্টের ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৫ বা ৮ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন।

১ দিন আগে