logo
খবর

বরিশালে মানব পাচার মামলায় প্রবাসী দুই ভাই ও ভাবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ নভেম্বর ২০২৪
Copied!
বরিশালে মানব পাচার মামলায় প্রবাসী দুই ভাই ও ভাবির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বরিশালে মানব পাচার মামলায় দণ্ড ঘোষণার পর এক অভিযুক্তকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। বরিশালের আদালতে তোলা ছবি। ১২ নভেম্বর ২০২৪। ছবি: প্রথম আলো

উচ্চ বেতনে কিউবায় নেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভানুয়াতুতে নিয়ে প্রতারণা করায় প্রবাসী দুই ভাই ও ভাবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বরিশালে মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন।

খবর প্রথম আলোর।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠি এলাকার হারুন অর রশিদের ছেলে কাতারপ্রবাসী জসিম উদ্দীন হাওলাদার ও তাঁর স্ত্রী জান্নাতুর রহমান এবং জসিমের ছোট ভাই ভানুয়াতুপ্রবাসী পলাশ হাওলাদার। রায় ঘোষণার সময় অভিযুক্ত জান্নাতুর আদালতে উপস্থিত থাকলেও প্রবাসী দুই ভাই পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে জসিম ও পলাশকে পৃথক দুই ধারায় যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড এবং ৪৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সাজা দেওয়া হয়। আর জান্নাতুরকে পৃথক দুই ধারায় ১৭ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মানব পাচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি লিয়াকত আলী খান ও এস এম সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মোফাজ্জেল হোসেন বাদী হয়ে মামলাটি করেছিলেন। মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, মামলার প্রধান সাক্ষী সজল জমাদ্দার ও বাদী মোফাজ্জেল হোসেন একই এলাকায় ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে তাঁদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। এর সুবাদে সজল জানান, তাঁর খালাতো ভাই পলাশ কিউবায় থাকেন। তাঁকে (সজল) পলাশ কিউবায় নিয়ে যাবেন। তখন মোফাজ্জেলকে সজলের সঙ্গে কিউবায় যাওয়ায় প্রস্তাব দিলে পলাশের সঙ্গে কথা বলে মাসে ৮০ হাজার টাকা বেতনে মোফাজ্জেলও কিউবায় যেতে রাজি হন। শর্ত অনুযায়ী সজল ও মোফাজ্জেল দুজন মিলে কথিত কিউবাপ্রবাসী পলাশের বড় ভাই জসিম উদ্দীন ও তাঁর স্ত্রীকে ২১ লাখ টাকা দেন। ওই টাকা দেওয়ার পর ২০১৭ সালের ১১ নভেম্বর কলকাতা, দিল্লি, সিঙ্গাপুর ও ফিজি হয়ে ভানুয়াতুতে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে পলাশ তাঁদের দুজনসহ মোট ১০ জনকে নিয়ে একটি নির্জন বাড়িতে আটকে রাখেন। পরে সেখান থেকে তাঁদের অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রস্তাব দেন পলাশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে পলাশের ভাইসহ স্বজনদের সাত লাখ টাকা দেন তাঁরা দুজন। কিন্তু তাঁদের অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি। ভানুয়াতুতে অর্ধাহারে-অনাহারে থাকার পর সেখানে থাকা কয়েকজন পুলিশের কাছে ধরা দেন। পরে পুলিশ পলাশকে গ্রেপ্তার করে। এ ছাড়া, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেওয়া আরও ১০৩ জনকে উদ্ধার করে দেশটির পুলিশ। পরে আইওএমের তত্ত্বাবধানে দেশে ফিরে আসেন সজল ও মোফাজ্জেল। দেশে ফিরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ ছাড়া তাঁদের হত্যার হুমকি দেন।

বেঞ্চ সহকারী আরও জানান, ২০১৯ সালের ১৮ নভেম্বর মানব পাচার আইনে বরিশালে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেন মোফাজ্জেল হোসেন। মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে দুজনকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বিচারকাজ শুরু করা হয়। বিচারক ২৩ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য নিয়ে আজ এ রায় দেন। মামলার অন্য দুই অভিযুক্ত হারুন অর রশিদ ও এনামুল হক উচ্চ আদালতে ক্রিমিনাল মিসকেস দায়ের করলে আদালত রুল জারি করে এবং ওই রুল নিষ্পত্তি না হওয়ায় তাঁদের বিচারকাজ স্থগিত আছে।

মামলার বাদী মোফাজ্জেল হোসেন বলেন, ‘মামলার রায়ে আমি অত্যন্ত খুশি। দ্রুত রায় কার্যকর হোক, আমি এটা চাই।’

অভিযুক্তপক্ষের আইনজীবী আবদুল মান্নান বলেন, রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

শেষ হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।

১ ঘণ্টা আগে

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা 'উৎসব'

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।

১ ঘণ্টা আগে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২ ঘণ্টা আগে

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদির সঙ্গে বাংলাদেশের প্রবাসী কর্মী নিয়ে চুক্তি হবে, যা ভারত-পাকিস্তানেরও নেই: উপদেষ্টা আসিফ নজরুল

সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।

১৪ ঘণ্টা আগে