logo
খবর

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর জ্বলে উঠলেন লিটন

প্রতিবেদক, বিডিজেন১২ জানুয়ারি ২০২৫
Copied!
চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর জ্বলে উঠলেন লিটন
লিটন দাস। ছবি: সংগৃহীত

লিটন দাসকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। তাঁকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। আজ (১২ জানুয়ারি) দুপুরে মিরপুরে তিনি এ কথা জানান। আর সেদিনই সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ফর্মের কী দারুণ প্রমাণই না দিলেন লিটন দাস!

হোক এটা টি–টোয়েন্টি ম্যাচ, হোক বিপিএল, তারপরও লিটনের ব্যাটিং তাঁর ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিল। বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতেই তাঁর প্রথম। সেই সেঞ্চুরি এসেছে মাত্র ৪৪ বলে। যাতে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ১০৪ রানে একটা সুযোগ দিয়েছিলেন, সানজামুল ক্যাচটা নিতে পারেননি। শেষ পর্যন্ত লিটন অপরাজিতই থেকেছেন। শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন। সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন, তখন লিটনের নামের পাশে ৫৫ বলে ১২৫। ১০টি চার ও ৯টি ছয়ে এই ইনিংস বিপিএল ইতিহাসের সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে।

দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনেই শেষ হয়নি। তাঁর সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও। বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম। উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ডও গড়েছেন লিটন–তানজিদ। শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন ২৪১ রান। বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে। তানজিদ হাসান ১০৮ করেছেন ৬৪ বলে। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা।

ঢাকা ২০ ওভারে করেছে ১ উইকেটে ২৫৪ রান।

আরও দেখুন

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা আবার চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২ দিন আগে

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

২ দিন আগে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করবেন যেভাবে

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, নিবন্ধন শেষ হলে সেই তথ্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চলে যাবে। তাদের মাধ্যমে পৃথক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর নির্ধারিত সময়ে ভোটারের ঠিকানায় তিন খামের ভেতর ব্যালট পাঠানো হবে।

৬ দিন আগে

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফের বিশেষ উদ্যোগ

সভায় জানানো হয়, দেশের মোট কর্মসংস্থানের উল্লেখযোগ্য অংশ কুটির ও ক্ষুদ্র শিল্পে হলেও জাতীয় অর্থনীতিতে এর অবদান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এ পরিপ্রেক্ষিতে, ব্যাপক সম্ভাবনাময় এ খাতের প্রসারে চলতি অর্থবছরে পিকেএসএফ মোট ৪ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬ দিন আগে