logo
মতামত

কবিতা: পাথরের দেশে মানুষ নেই

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১১ সেপ্টেম্বর ২০২৫
Copied!
কবিতা: পাথরের দেশে মানুষ নেই


একজন মানুষ পড়ে আছে রাস্তায়।

তার শরীরে লাল দাগ,

তার পাশে গড়িয়ে আছে কয়েকটা পাথর—

আরও কয়েকটা মানুষের হাতেই ছিল।


পাশে দাঁড়িয়ে একজন বলছিল—

‘সে আমাদের মতো না’,

আরেকজন বলছিল—

‘শেখাতে হবে ওদের একটা শিক্ষা।’


তারপর নেমে এল পাথরের বৃষ্টি।

হাত নড়ে না, চোখ ফেটে যায়, শরীর গুঁড়িয়ে যায়।

কিন্তু আশ্চর্য, যারা মারছে,

তাদের চোখে না আছে দয়া, না আছে ভয়।


পশু কি এমন করে?

একটি সিংহ তার শিকারকে মারে, কিন্তু তৃপ্তি হলে থেমে যায়।

কিন্তু মানুষ থামে না,

সে খুন করে, তারপর ছবি তোলে, পোস্ট দেয়, বলে—

‘এই তো বিচার হলো!’


আমি বুঝে উঠতে পারি না,

পাথর কে ছুঁড়েছিল—হাত, নাকি মন?

কোনটা ছিল বেশি কঠিন?


একটি পাথর শুধু হাড় ভাঙে না,

ভাঙে আমাদের সভ্যতার মুখোশ,

ভেঙে দেয় সমস্ত বিশ্বাস যে মানুষ এখনো মানুষ আছে।


পথে হাঁটলে এখন ভয় লাগে।

কে জানে, আমার মুখ, আমার ভাষা, আমার পোশাক,

কারও চোখে ‘অপরাধ’ হয়ে যায় কি না!

কে জানে, কোন কোণে লুকিয়ে আছে কিছু হাত,

তাদের মুঠোয় ধরা পাথর!


পশুদের বনে ভয় পাই না,

মানুষের ভিড়েই বুক কেঁপে ওঠে।


আমরা ভুলে যাচ্ছি—

একটা পাথর যখন একজন মানুষকে মারে,

সেই সঙ্গে মরে যায় এক টুকরো মনুষ্যত্ব,

আর জন্ম নেয়

আরও এক নিষ্ঠুর, মুখোশ-পরা পাষাণপ্রাণ।

আরও দেখুন

‘আমরা ম্যানেজ করে নেব’

‘আমরা ম্যানেজ করে নেব’

দুপুরে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি। দেখি আরেকটা ট্রাক থেকে ওয়াশিং মেশিন নামাচ্ছে। বিরাট গাবদা সাইজ। দুই/তিনতলা সিঁড়ি বেয়ে ওঠাতে হবে। বেচারার গার্লফ্রেন্ড নেই পাশে। এবার দেখি ছেলেলা আমার দিকে তাকায়, ‘হাই’ দেয়।

১ দিন আগে

স্বাধীনতার এক নির্মম পরিহাস

স্বাধীনতার এক নির্মম পরিহাস

ষাটের দশক শুধু জেইনের জীবন নয়, বদলে দিল এক পুরো প্রজন্মকে। মানুষ শিখল প্রশ্ন করতে, প্রতিবাদ করতে, আর ভালোবাসতে। সত্যিই, এক নতুন সময়ের জন্ম হয়েছিল।

৩ দিন আগে

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান–বাংলাদেশ সৌহার্দ্য ও অর্থনৈতিক সম্ভাবনা

ওমান রাষ্ট্রীয়ভাবে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি ভালো ভূমিকা রাখতে পারে তবে দীর্ঘমেয়াদে ওমানে বাংলাদেশের অবস্থান দৃঢ় হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণাতেও অবদান রাখতে পারে।

৩ দিন আগে

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

রাজস্ব আহরণ ও আর্থিক সংস্কার: বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দৃঢ় করার অপরিহার্য হাতিয়ার

বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য রাজস্ব খাত ও আর্থিক খাতের সংস্কারকে সংহতভাবে এগিয়ে নিতে হবে। এটি শুধুমাত্র উন্নয়নের জন্য নয় বরং দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫ দিন আগে