
সহিদুল আলম স্বপন

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড

কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় আমার দিনগুলো,
ঘড়ির কাঁটা চোখ বেঁধে হাঁটে,
সময় আর আমি মুখোমুখি হয়ে
একে অপরকে চিনতে পারি না।
শহরের আলো ঝাপসা হয়ে আসে,
স্বপ্নগুলোও ঠিকানা ভুলে যায়,
আমি দাঁড়িয়ে থাকি এক অদৃশ্য মোড়ে
যেখানে অতীত আর ভবিষ্যৎ
একই কুয়াশায় ঢাকা।
কিছু না বলা শব্দ জমে থাকে বুকে,
হিমেল নিঃশ্বাসে জমাট বাঁধে প্রশ্ন,
আমি হাত বাড়াই নিশ্চিত দিনের দিকে—
কিন্তু আঙুলে ধরা পড়ে শুধু অনিশ্চয়তা।
তবু এই কুয়াশার বুক চিরেই
কোথাও একটা আলো জন্ম নেয়,
আমি জানি না সে সূর্য না মানুষ,
শুধু জানি—
আমার সময় একদিন নিজেকেই চিনে নেবে।
*সহিদুল আলম স্বপন , জেনেভা, সুইজারল্যান্ড
আমি দেখি এক তরুণের হাত/ পতাকা ছুঁয়ে থমকে যায়/ যেন এক মুহূর্তে/ ইতিহাস তার বুকে ঢুকে পড়ে/ ধুকধুক ধুকধুক করে।
আমার আজও মনে পড়ে/ আমাদের বাড়ির আঙ্গিনায় নীল অপরাজিতার কথা/ মনে পড়ে কোকিলের গেয়ে চলা উচ্চাঙ্গ সংগীতের কথা/ মনে পড়ে বানভাসি মানুষের অজস্র দুঃখের কথা,
একটি সভ্য দেশে এ ধরনের বর্বরতা কখনোই কাম্য নয় এবং কখনো এটা আশা করিনি। অস্ট্রেলিয়া একটি শান্তিপূর্ণ দেশ; এখানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আশা করা যায় না। ধর্মীয় বিদ্বেষ ধেকে এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনা শুধু ইহুদির জন্য নয়, আমাদের সবার জন্যই উদ্বেগজনক।
বাংলাদেশেরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশের মাটিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা অনেকেরই অজানা। প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ স্কুল মাস্কাট। এটি ইংরেজি মাধ্যম অ্যাডেক্সসেল কারিকুলামের অধীনে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ওমানের রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুল।