
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।
গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।
গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের উদ্যোগে হয়েছে জমকালো মেজবান।
গতকাল শনিবার (২২ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেজবান মিলনমেলা হয়ে উঠেছিল। নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনক চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহযোগিতায় আয়োজন করে বর্ণিল এই মেজবানের।
গত এক দশক ধরে নিউ ক্যাসেল ও হান্টার অঞ্চলে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক, সামাজিক ও পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে আসছে। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিউ ক্যাসেলে দীর্ঘ ১০ বছর ধরে তারা সফলভাবে পরিচালনা করছে একটি বাংলা স্কুল, যা নতুন প্রজন্মকে মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কমিউনিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হয়ে উদযাপনকে পরিণত করেন এক আন্তরিক আড্ডায়।
নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটি ইনকের সভাপতি ডা সাইফুল হাবিব বলেন, আমরা নিউ ক্যাসেল বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও নানা কাজে যুক্ত করে এগিয়ে নিতে চাই। একই সঙ্গে চট্টগ্রাম ক্লাবের সঙ্গে আমাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হবে।
১০ বছর পূর্তির এই আয়োজন নিউ ক্যাসেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অগ্রগতি ও সাংস্কৃতিক শেকড়ের প্রতি মমত্ববোধকে নতুনভাবে তুলে ধরেছে।
রাষ্ট্রদূত মো. আমানুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করা।
সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের একজন মুখপাত্র বলেছেন, “আমরা বন্দাই বিচে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি। আশপাশের লোকজনকে নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ করছি।”
গত শুক্রবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আগমনের পর যাত্রীদের তথ্য ও চলাচলের ধরন বিশ্লেষণ করে বিএমএ কর্মকর্তারা তাদের আচরণকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।