logo
সুপ্রবাস

বিএনপির কুয়েত শাখার বিজয় দিবস উদ্‌যাপন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে২০ ডিসেম্বর ২০২৪
Copied!
বিএনপির কুয়েত শাখার বিজয় দিবস উদ্‌যাপন
কুয়েতে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে বিএনপির কুয়েত শাখা। ছবি: জাহিদ হোসেন জনি

বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুয়েত শাখা। এ উপলক্ষে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কুয়েত শাখা যৌথভাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আখতারুজ্জামান শামছ।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কুয়েত শাখার নেতৃবৃন্দ।

IMG_20241219_234356

মাহফুজ রহমান তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদ্‌যাপন করতে পারছে। এই বিজয় ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই এ বিজয়কে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।

তিনি বলেন, কুয়েতে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বিগত সময় কিছু মনোমালিন্য থাকলেও আমরা উদ্যোগ নিয়েছি এবারের বিজয় দিবসের আমাদের অঙ্গীকার হবে কুয়েতে ঐক্যবদ্ধ বিএনপি। এর জন্য আমি সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত রয়েছি তবুও কুয়েত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির কুয়েত শাখা প্রবাসীদের কথা বলে এবং তাদের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

সমাপনী বক্তব্যে আখতারুজ্জামান শামছ বলেন বিএনপির কুয়েত শাখা ভবিষ্যতে আরও বেশি ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের মাঝে কাজ এবং বিএনপির হাতকে শক্তিশালী করবে। 

আলোচনা শেষে প্রবাসী শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

ইউকে-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমের পেশাদার সাংবাদি‌ক‌দের প্রতিনি‌ধিত্বশীল সংগঠন ‘ইউকে–বাংলা প্রেসক্লাব’-এর কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়।

২ দিন আগে

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পূর্ব লন্ডনে প্রীতি ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশ ক্রিকেট কমিউনিটি, ইউকে’র যৌথ আয়োজনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

২ দিন আগে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বাংলাদেশ দূতাবাসের কার্যকর উদ্যোগের ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। এতে অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডে লাগাম পড়েছে।

৩ দিন আগে

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের ঈসা টাউন এলাকায় প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার ক্যাম্প

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস গতকাল শুক্রবার (১ আগষ্ট) ঈসা টাউনের একটি কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে।

৩ দিন আগে