সংবাদদাতা, সিলেট
সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা। দাবি না মানলে সিলেটের প্রবাসীরা কর্মসূচির ঘোষণারও হুমকি দেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি( দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন সিলেট-ম্যানচেস্টার পথে ফ্লাইট বন্ধের অপচেষ্টা শুরু করছে বিমানের একটি অসাধু চক্র।
সংবাদ সম্মেলনে লন্ডন-সিলেট-লন্ডন পথে বিমানভাড়া কমাতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এ ছাড়া, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা অন্তর্বর্তী সরকারে অন্তত দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো একপ্রকার বন্ধ রেখেছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেন প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের সব বিমানের ওঠানামা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার ও কমিউনিটি নেতা নুরুল আমিন, মো. আবদুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ প্রমুখ।
সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা। দাবি না মানলে সিলেটের প্রবাসীরা কর্মসূচির ঘোষণারও হুমকি দেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি( দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন সিলেট-ম্যানচেস্টার পথে ফ্লাইট বন্ধের অপচেষ্টা শুরু করছে বিমানের একটি অসাধু চক্র।
সংবাদ সম্মেলনে লন্ডন-সিলেট-লন্ডন পথে বিমানভাড়া কমাতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এ ছাড়া, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা অন্তর্বর্তী সরকারে অন্তত দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো একপ্রকার বন্ধ রেখেছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেন প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের সব বিমানের ওঠানামা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার ও কমিউনিটি নেতা নুরুল আমিন, মো. আবদুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ প্রমুখ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে শেষ হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এই মহড়ার মাধ্যমে দুই পক্ষের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার হয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার এশিয়া কাপে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই পড়েছে আবুধাবির শেখ আবু জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মী ও কর্মসংস্থান নিয়ে একটি চুক্তি সই করা হচ্ছে বলে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এটা জানতে পারবেন। ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে প্রবাসী কর্মীদের নিয়ে একটি চুক্তি হচ্ছে।