logo
প্রবাসে চাকরি

স্টারবাকসের ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিইওর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
স্টারবাকসের ১১০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা সিইওর
স্টারবাকস। ছবি: সংগৃহীত

আমেরিকান বহুজাতিক কফিহাউস স্টারবাকস করপোরেশন ১ হাজার ১০০ করপোরেট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি কয়েক শ নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ করার পরিকল্পনারও কথা জানিয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। এই পরিকল্পনা কার্যকর হলে এটি হবে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

খবর দ্য গার্ডিয়ানের।

স্টারবাকসের প্রধান নির্বাহী (সিইও) ব্রায়ান নিকল কর্মীদের কাছে এক চিঠিতে লিখেছেন, ‘আমাদের উদ্দেশ্য হলো আরও দক্ষতার সঙ্গে কাজ করা, জবাবদিহি বৃদ্ধি করা, জটিলতা কমানো এবং আরও ভালো সমন্বয়।’

প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী প্রায় ১৬ হাজার করপোরেট কর্মী আছে। এর মধ্যে ১০ হাজার কর্মী আছেন যুক্তরাষ্ট্রে। ওয়্যারহাউস, রোস্টিং ও স্টোরের কর্মীরা এই ছাঁটাইয়ের অন্তর্ভুক্ত নয়। চলতি বছরের জানুয়ারিতে সিইও-এর করপোরেট পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে নিকোল প্রথম কর্মী ছাঁটাইয়ের কথা উল্লেখ করেছিলেন।

গত জানুয়ারিতে কর্মীদের কাছে লেখা একটি চিঠিতে নিকোল লিখেছিলেন, মার্চের মাঝামাঝি সময়ে ছাঁটাই ঘোষণা করা হবে। সিইও লিখেছিলেন, ‘আমাদের আকার এবং কাঠামো ধীর করে দিতে পারে। অনেক স্তর, ছোট দলের পরিচালক এবং প্রাথমিকভাবে কাজের সমন্বয়ের ওপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে।’

নিকোল আরও বলেন, স্টোর পরিষেবার সময় আরও বাড়াতে তিনি পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছেন। স্টারবাকসের মেনু থেকে আইটেম কমানো হচ্ছে এবং নতুন অর্ডারিং অ্যালগরিদম নিয়ে পরীক্ষা চলছে।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেডের প্রতিনিধিত্বকারী কর্মীরা ১০ হাজার ৫০০-এর বেশি কর্মী নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০টির বেশি স্টোরে সফলভাবে ইউনিয়ন করার পর নিকোল স্টোরগুলোকে একত্র করার জন্য কোম্পানির পদ্ধতির পরিবর্তনের তদারকি করেছেন।
২০২১ সালের শেষের দিকে প্রথম স্টোরটি তার ইউনিয়ন নির্বাচনে জয় পাওয়ার পর থেকে ইউনিয়নটি কোম্পানিতে প্রথম ইউনিয়ন চুক্তির জন্য লড়াই করছে।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও পড়ুন

বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া

২০২৪ সালের মে মাসের মধ্যে বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি সংঘবদ্ধ চক্রের ব্যাপক প্রতারণার প্রমাণ পেয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব অসাধু চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য হাইকমিশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

২ দিন আগে

দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য ভাষা শিক্ষা কোর্স

দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য ভাষা শিক্ষা কোর্স

দক্ষিণ কোরিয়ায় চাকরি করতে আগ্রহীদের জন্য বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন।

৪ দিন আগে

বাংলাদেশ-উজবেকিস্তানকে কর্মী উৎস হিসেবে বিকল্প ভাবছে জাপান

বাংলাদেশ-উজবেকিস্তানকে কর্মী উৎস হিসেবে বিকল্প ভাবছে জাপান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় জাপান দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও উজবেকিস্তানের নামও।

১৮ দিন আগে