logo
প্রবাসের খবর

মরুভূমির বুকে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ অক্টোবর ২০২৪
Copied!
মরুভূমির বুকে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল
টেক্সাসের মারফা শহরের উপকণ্ঠে অবস্থিত হোটেল এল কসমিকো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মারফা শহরের উপকণ্ঠে অবস্থিত হোটেল এল কসমিকো। ৬০ একরজুড়ে বিস্তৃত এ হোটেলে রয়েছে ৪৩টি হোটেল ইউনিট ও ১৮টি আবাসিক বাড়ি। আর এ সবকিছুই তৈরি হয়েছে থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে। হোটেলটি নির্মাণ করছেন মার্কিন প্রতিষ্ঠান আইকন।

এল কসমিকো’র মালিক লিজ ল্যামবার্টের দাবি, এটিই বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল; এই প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে টেক্সাসের থ্রি-ডি প্রিন্টিং কোম্পানি আইকন।

ভিডিওতে দেখুন

লিজ ল্যামবার্টের মতে, এ প্রযুক্তির মাধ্যমে এমন সৃজনশীলতা সম্ভব, যা আগে কেউ দেখেনি।

তিনি বলেন, বছরের পর বছর একই রকম নকশায় নির্মাণ করা হচ্ছে হোটেলগুলো, যার অধিকাংশ চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। অথচ থ্রি-ডি প্রিন্টারের বদৌলতে এখন এতো মসৃণভাবে একেকটি দেয়ালগুলোর কার্ভ, গম্বুজ তৈরি করা যাচ্ছে যে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়!

নির্মাণাধীন প্রথম দুটি ইউনিটের একেকটি তলায় ১২ ফুট উঁচু দেয়াল আছে, যার মধ্যে তিন বেডরুমের রেসিডেন্সিয়াল ইউনিট এবং এক রুমের হোটেল ইউনিট আছে। ভবনটির বেইজ রঙের বাঁকানো দেয়ালগুলো নির্মাণে নিয়োজিত রয়েছে ৪৬.৫ ফুট চওড়া, সাড়ে ১৫ ফুট উঁচু ও পৌনে পাঁচ টন ওজনের ‘ভালকান’ নামের একটি থ্রি-ডি প্রিন্টার।

এই প্রিন্টারের কালিটিতেও রয়েছে বিশেষত্ব। লাভাক্রেট নামে বিশেষ সিমেন্ট-ভিত্তিক উপকরণে তৈরি এই কালি।

মার্কিন প্রতিষ্ঠান আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা জেসন ব্যালার্ড জানান, শ্রমিকেরা আবহাওয়ার পরিস্থিতি বুঝে নির্মাণের উপকরণগুলোর সমন্বয় করে থাকে।

অস্টিন শহরের কাছাকাছি মানুষের জন্য থ্রি-ডি প্রিন্টেড বসতি তৈরির কাজও করছে আইকন।

তবে দীর্ঘমেয়াদে থ্রি-ডি ভিত্তিক নির্মাণশিল্পের প্রভাব মানুষের কর্মসংস্থানের ওপর পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি ডিপার্টমেন্টের প্রভাষক মিলাড বাজলি।

২০২৬ সাল নাগাদ শেষ হতে পারে এল কসমিকোর নির্মাণকাজ। এ হোটেলে একেকটি রাত কাটাতে গুনতে হবে ২০০ (বাংলাদেশি মুদ্রায় ২৩ হাাজার ৮৮১ টাকা) থেকে ৪৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৩ হাজার ৭৩৩ টাকা) পর্যন্ত।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য

মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ বাংলাদেশি। এ বছরের (২০২৫) জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কর্মসংস্থানের অনুমতি (ওয়ার্ক পারমিট) নিয়ে সেখানে কর্মরত ছিলেন।

১ দিন আগে

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার দাবি অসত্য: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়া হবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সত্য নয় ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির উচ্চশিক্ষাবিষয়কমন্ত্রী জাম্ব্রি আবদ কাদির।

২ দিন আগে

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

সাড়ে ৫ কোটি ভিসাধারীর তথ্য খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন দমনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু অবৈধ নয়, অনেক ক্ষেত্রে বৈধভাবে থাকা অভিবাসীরাও দেশটির প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন।

৫ দিন আগে

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুল এম খান। ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন তিনি।

৫ দিন আগে