
বিডিজেন ডেস্ক

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।
আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন।
বাংলাদেশি মালিকানাধীন উড়িষ্যা কনস্ট্রাকশন কোম্পানির নাইট শিফটে কাজে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৪৩) নামে বাংলাদেশি ওই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারন্যাশনাল এক্সিবিশন জল্লাক রোডে এই ঘটনা ঘটে।
আহত ১৬ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশি। বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। তাদের সবাইকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন। ২ জন ছাড়া বাকি সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত আলমগীর নরসিংদী জেলার রায়পুর থানার শান্তিনগর গ্রামের বাসিন্দা।
২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজধানী মানামায় কুয়েতি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা ও বাহারাইনে বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর দেশটির আইনি প্রক্রিয়া শেষে ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইনসের মাধ্যমে তাঁর মরদেহ দেশে পাঠানো হয়েছে।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।