বিডিজেন ডেস্ক
দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।
খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।
খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।
দুবাইয়ে জনপরিসরে গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গাড়িটি বিক্রি করে দিতে চাচ্ছেন। যেমন আরজান শহরে বসবাসকারী খালেদ হোসেন (ছদ্মনাম) নামের একজন মিশরীয় বলেন, গাড়ির পার্কিং ফি বেড়ে যাওয়ায় গত জুলাই থেকে তাঁর মাসিক খরচ অন্তত ৩০০ দিরহাম বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে বছরে তাঁকে প্রায় ৪ হাজার অতিরিক্ত দিরহাম গুনতে হবে। এ জন্য তিনি তাঁর পরিবারের দ্বিতীয় গাড়িটি বিক্রি করার কথা ভাবছেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আরজান ছাড়াও আরও পাঁটি গুরুত্বপূর্ণ পার্কিং স্পটে ফি বেড়েছে। সেগুলো হলো—জাদ্দাফ ওয়াটারফ্রন্ট, আল সুফৌহ গার্ডেন, দুবাই ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স, মাজান এবং লিওয়ান ১ ও ২।
খালেদ যে এলাকায় থাকেন, সেখানে পার্কিংয়ের জন্য প্রতি ঘন্টায় ৩ দিরহাম খরচ করতে হয়। তাঁর স্ত্রীর অফিস শেষ হয় সন্ধ্যা ৬ টায়। এই সময়ের জন্য প্রতিদিন তাঁকে পার্কিং ফি দিতে হয় ১২ দিরহাম। এভাবে সপ্তাহে ৮০, মাসে ৩২০ এবং বছরে প্রায় ৪ হাজার দিরহাম খরচ হবে তাঁর।
খালেদ বলেন, আগে পার্কিং বিনামূল্যে ছিল। এখন পার্কিংয়ের জন্য অতিরিক্ত এত খরচ জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
শুধু আবাসিক এলাকায় নয়, শপিং মলের পার্কিং জোনে গাড়ি পার্কিংয়ের জন্যও জুলাই থেকে গুনতে হচ্ছে ফি। ২৪ ঘণ্টা পার্কিংয়ের জন্য দিতে হচ্ছে প্রায় ১ হাজার দিরহাম।
সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
মোটা দাগে পর্যটনবান্ধব দেশ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য কঠোর হচ্ছে দেশটির ভিসা নীতি। মোটা অংকের ডলার জামানত রেখে তবেই তারা পাবেন আরাধ্য যুক্তরাষ্ট্রের ভিসা।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।