logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘হেলেনের’ আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ অক্টোবর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘হেলেনের’ আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ফ্লোরিডায় আঘাত হানার পর থেকে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে অন্তত ২০৪ জন নিহত হয়েছেন।

২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী হ্যারিকেনে পরিণত হয়েছে হেলেন।

শুধুমাত্র নর্থ ক্যারোলাইনাতেই অর্ধেকের বেশি মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে, পশ্চিম নর্থ ক্যারোলাইনায় অবস্থিত বুনকোম্ব কাউন্টিতে ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হ্যারিকেন হেলেনে ক্ষতিগ্রস্তদের কাছে খাবার, পানি ও অন্য গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহে সহায়তা করতে অবিলম্বে এক হাজার সক্রিয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার জানিয়েছেন, ইতিমধ্যে নর্থ ক্যারোলাইনার ন্যাশনাল গার্ড বাহিনীর সহস্রাধিক সেনা মোতায়েন করা হয়েছে যারা খাদ্য ও পানি সরবরাহ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বৃহস্পতিবার গভর্নর বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলের মানুষকে চব্বিশ ঘণ্টা সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার ক্ষয়ক্ষতি জরিপের জন্য ক্যারোলিনা সফর করেন বাইডেন। পরে ফ্লোরিডা ও জর্জিয়া সফর করার ছিল তাঁর।

আরও পড়ুন

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

১ দিন আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

১ দিন আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

১ দিন আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

২ দিন আগে