
বিডিজেন ডেস্ক

সোদি আরবে কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এবার খণ্ডকালীন কাজের জন্য লেবার ভিসা দিচ্ছে দেশটির সরকার। গত মঙ্গলবার এই নিয়ম অনুমোদন করেন সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই নিয়মের আওতায় খণ্ডকালীন কাজের ভিসা দেওয়া হবে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সৌদি আরবে যান। তাদের সেবা দিতে এই নিয়ম শুরু করতে যাচ্ছে দেশটি।
সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, পদক্ষেপটি বেসরকারী খাতকে চাহিদা এবং শ্রম বাজারের প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী ভিসা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে চাকরির বাজার আরও আকর্ষণীয় হবে।
তবে ওমরাহ হজের কাজে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে হিজরি শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে।
এই নিয়মের মাধ্যমে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে ভালো যোগসূত্র স্থাপিত হবে বলেই মনে করছে সৌদি আরব।

সোদি আরবে কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এবার খণ্ডকালীন কাজের জন্য লেবার ভিসা দিচ্ছে দেশটির সরকার। গত মঙ্গলবার এই নিয়ম অনুমোদন করেন সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই নিয়মের আওতায় খণ্ডকালীন কাজের ভিসা দেওয়া হবে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সৌদি আরবে যান। তাদের সেবা দিতে এই নিয়ম শুরু করতে যাচ্ছে দেশটি।
সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, পদক্ষেপটি বেসরকারী খাতকে চাহিদা এবং শ্রম বাজারের প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী ভিসা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে চাকরির বাজার আরও আকর্ষণীয় হবে।
তবে ওমরাহ হজের কাজে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে হিজরি শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে।
এই নিয়মের মাধ্যমে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে ভালো যোগসূত্র স্থাপিত হবে বলেই মনে করছে সৌদি আরব।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।