logo
প্রবাসের খবর

খণ্ডকালীন কাজের ভিসা দিচ্ছে সৌদি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ অক্টোবর ২০২৪
Copied!
খণ্ডকালীন কাজের ভিসা দিচ্ছে সৌদি
শ্রম আইনে কর্মীদের জন্য ইতিবাচক বদল আনছে সৌদি আরব।

সোদি আরবে কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এবার খণ্ডকালীন কাজের জন্য লেবার ভিসা দিচ্ছে দেশটির সরকার। গত মঙ্গলবার এই নিয়ম অনুমোদন করেন সৌদি যুবরাজ (কার্যত শাসক) মোহাম্মদ বিন সালমান।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এই নিয়মের আওতায় খণ্ডকালীন কাজের ভিসা দেওয়া হবে। প্রতি বছর হজ ও ওমরাহ পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই সৌদি আরবে যান। তাদের সেবা দিতে এই নিয়ম শুরু করতে যাচ্ছে দেশটি।

সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, পদক্ষেপটি বেসরকারী খাতকে চাহিদা এবং শ্রম বাজারের প্রয়োজনীয়তা অনুসারে অস্থায়ী ভিসা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এতে চাকরির বাজার আরও আকর্ষণীয় হবে।

তবে ওমরাহ হজের কাজে যুক্ত থাকার জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নিতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে হিজরি শাবান মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ভিসা দেওয়া হবে।

এই নিয়মের মাধ্যমে বিভিন্ন চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে ভালো যোগসূত্র স্থাপিত হবে বলেই মনে করছে সৌদি আরব।

আরও দেখুন

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

দেশ থেকে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসুন: বাংলাদেশের রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণি বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।

৭ মিনিট আগে

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

২ দিন আগে

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

৩ দিন আগে