
বিডিজেন ডেস্ক

কুয়েতে অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিকসহ সকল দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) বাধ্যতামূলক করেছিল দেশটির সরকার।
দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের এই কার্যক্রমের সময়সীমা শেষ হবে ৩১ ডিসেম্বর।
দেশটির সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি আরেক ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন করা হবে না।
এদিকে কুয়েত সরকারের ঘোষণার পর কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করছেন। তবে এখনো অনেক প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা এবং আকামা নবায়ন বন্ধ করে দেওয়া হবে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশে ছুটিতে যেতে–আসতে বাধা নেই।
কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপের মাধ্যমে হয়। এ অ্যাপের ভাষা আরবি হওয়াতে অনেক প্রবাসী এতদিন অনলাইনে নিবন্ধন করতে পারেননি। এই অনলাইন পরিষেবা সহজ করতে কুয়েত সরকার ২৬ সেপ্টেম্বর সাহেল অ্যাপের ইংরেজি ভার্সন চালু করেছে।

কুয়েতে অপরাধ দমন ও দ্রুত সময়ে অপরাধী শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিকসহ সকল দেশের প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) বাধ্যতামূলক করেছিল দেশটির সরকার।
দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের এই কার্যক্রমের সময়সীমা শেষ হবে ৩১ ডিসেম্বর।
দেশটির সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি আরেক ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আকামা নবায়ন করা হবে না।
এদিকে কুয়েত সরকারের ঘোষণার পর কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করছেন। তবে এখনো অনেক প্রবাসী বাংলাদেশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা এবং আকামা নবায়ন বন্ধ করে দেওয়া হবে।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশে ছুটিতে যেতে–আসতে বাধা নেই।
কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপের মাধ্যমে হয়। এ অ্যাপের ভাষা আরবি হওয়াতে অনেক প্রবাসী এতদিন অনলাইনে নিবন্ধন করতে পারেননি। এই অনলাইন পরিষেবা সহজ করতে কুয়েত সরকার ২৬ সেপ্টেম্বর সাহেল অ্যাপের ইংরেজি ভার্সন চালু করেছে।
সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যপ্রবাসী সিলেটবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও ক্রীড়াস্পৃহা জাগ্রত রাখতে রাজধানী সিডনিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এর আয়োজন করে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।