বিডিজেন ডেস্ক
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযান চলাকালে গত ৫ থেকে ১১ সেপ্টেম্বর সময়ের মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় মোট ২২ হাজার ৩৭৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভঙ্গের কারণে ১৪ হাজার ২১৬, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার কারণে ৪ হাজার ৯৪৩ ও শ্রম আইন ৩ হাজার ২১৪।
সৌদি গ্যাজেট জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৩৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের ভ্রমণ বিষয়ক কাগজপত্র হালনাগাদ করতে পারে। অবশ্য এরই মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে সৌদি থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি কাগজপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের বিভিন্ন নিরাপত্তা সংস্থার যৌথ অভিযান চলাকালে গত ৫ থেকে ১১ সেপ্টেম্বর সময়ের মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় মোট ২২ হাজার ৩৭৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন ভঙ্গের কারণে ১৪ হাজার ২১৬, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার কারণে ৪ হাজার ৯৪৩ ও শ্রম আইন ৩ হাজার ২১৪।
সৌদি গ্যাজেট জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৩৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের ভ্রমণ বিষয়ক কাগজপত্র হালনাগাদ করতে পারে। অবশ্য এরই মধ্যে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে সৌদি থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।