logo
প্রবাসের খবর

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির মন্ট্রিয়লে একসঙ্গে ডিনার, প্রেমের গুঞ্জন

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে৩০ জুলাই ২০২৫
Copied!
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির মন্ট্রিয়লে একসঙ্গে ডিনার, প্রেমের গুঞ্জন
জাস্টিন ট্রুডো ও কেটি পেরি। ছবি: সংগৃহীত

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার কেটি পেরিকে সম্প্রতি মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা গেছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই কানাডা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে তাঁদের মধ্য প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

গত ২৮ জুলাই (সোমবার) কানাডার মন্ট্রিয়েলের লে প্লাটো এলাকায় অবস্থিত লে ভিওলোন নামের অভিজাত রেস্তোরাঁয় এই জুটিকে একান্তে সময় কাটাতে দেখা যায়। রেস্তোরাঁটি বর্তমানে কানাডার সেরা ১০০ রেস্তোরাঁর তালিকায় ১১তম স্থানে আছে।

বিশ্ববিখ্যাত বিনোদনমাধ্যম টিএমজেড তাদের রিপোর্টে জানিয়েছে, শুধু ডিনার নয়, ডিনারের আগে জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে একসঙ্গে মন্ট্রিয়েলের জনপ্রিয় মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতেও দেখা যায়। রেস্তোরাঁয় তাঁদের একসঙ্গে ককটেল পান ও লবস্টারসহ একাধিক পদ শেয়ার করতে দেখা যায়।

আসলে কি প্রেমে পড়েছেন তাঁরা?

এ ঘটনায় নতুন করে জল্পনা ছড়িয়েছে—তাঁরা কি প্রেমে পড়েছেন? যদিও তাঁদের মধ্যে সম্পর্কের প্রকৃতি এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে একান্তে সময় কাটানো এবং পরস্পরের প্রতি আন্তরিক ব্যবহারের কারণে অনেকেই ধারণা করছেন, এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে অন্যদিকে এগোচ্ছে বলেই ধারণা।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ২০২৩ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর এই দম্পতির বিচ্ছেদ কানাডায় বেশ আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে ৪ জুলাই তাঁর দীর্ঘদিনের সঙ্গী জনপ্রিয় অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন কেটি পেরি।

কেটি পেরি। ছবি–সংগৃহীত
কেটি পেরি। ছবি–সংগৃহীত

কেটি পেরি কে?

কেটি পেরি হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। তাঁর আসল নাম ক্যাথরিন এলিজাবেথ হাডসন। তিনি ১৯৮৪ সালের ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা বারবারা শহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন।  ২০০৮ সালে ‘আই কিসড এ গার্ল’ গানটির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এরপর ‘ফায়ার ওয়ার্ক’, ‘রোয়ার’, ‘ডার্ক হর্স’, ‘টিনএজ ড্রিম’সহ বহু হিট গান উপহার দিয়েছেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং সেখান থেকেই তাঁর পেশাগত কাজ পরিচালনা করেন। পেশাগত কারণে বর্তমানে তিনি তাঁর ‘লাইফটাইমস ট্যুর’-এর অংশ হিসেবে কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করছেন। গতকাল মঙ্গলবার তাঁর অটোয়ায় শো ছিল এবং সপ্তাহের শেষ দিকে তিনি মন্ট্রিয়েল ও কুইবেক সিটিতেও পারফর্ম করবেন।

যদিও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যায় না, তবে সাবেক প্রধানমন্ত্রী ও পপ তারকার একান্ত সাক্ষাৎ এবং সম্পর্কের সম্ভাবনা জনমনে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, এই বন্ধুত্ব কি নতুন প্রেমের শুরু?

সময়ই বলে দেবে আদৌ তাঁরা একে অপরের জীবনে নতুন অধ্যায় শুরু করছেন কি না। তবে এতটুকু নিশ্চিত, জাস্টিন ও কেটির এই নৈশভোজ আন্তর্জাতিক মিডিয়ায় এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, কানাডার সবেক এই প্রধানমন্ত্রী সঙ্গে তাঁর স্ত্রী সোফির এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটেনি, তবে তাঁরা আলাদা থাকছেন।

*লেখক: কানাডাপ্রবাসী, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

৭ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৫ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৫ ঘণ্টা আগে