বিডিজেন ডেস্ক
মরুদেশ সৌদি আরবে গাছ লাগানোর বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে দেশজুড়ে গত তিন বছরে সাড়ে নয় কোটি গাছ রোপণ করেছে দেশটির সরকার। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ১০ কোটি গাছ রোপণের মাইলফল অর্জনের খুব কাছে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদিতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ মৌসুম। এটি উদ্বোধনকালে সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের প্রধান নির্বাহী খালেদ আল আব্দুল কাদের বলেন, ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের (এসজিআই) লক্ষ্য ৪ কোটি হেক্টর জমিতে ১০ বিলিয়ন গাছ লাগানো।
এদিকে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওসামা ফকিহা বলেছেন, এসজিআই চালু হওয়ার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ এরইমধ্যে রোপণ করা হয়েছে। এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা গাছ রোপণের সংখ্যা ১০ কোটি থেকে সাড়ে ১১ কোটিতে নিয়ে যাওয়া।
২০২১ সালে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) চালু করেছিলেন। এর প্রধান তিনটি লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, বনায়ন ও সমুদ্র সুরক্ষা।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
মরুদেশ সৌদি আরবে গাছ লাগানোর বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে দেশজুড়ে গত তিন বছরে সাড়ে নয় কোটি গাছ রোপণ করেছে দেশটির সরকার। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ১০ কোটি গাছ রোপণের মাইলফল অর্জনের খুব কাছে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সৌদিতে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ মৌসুম। এটি উদ্বোধনকালে সৌদির ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশনের প্রধান নির্বাহী খালেদ আল আব্দুল কাদের বলেন, ২০২১ সালে চালু হওয়া সৌদি গ্রিন ইনিশিয়েটিভের (এসজিআই) লক্ষ্য ৪ কোটি হেক্টর জমিতে ১০ বিলিয়ন গাছ লাগানো।
এদিকে সৌদির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ওসামা ফকিহা বলেছেন, এসজিআই চালু হওয়ার পর থেকে সাড়ে ৯ কোটির বেশি গাছ এরইমধ্যে রোপণ করা হয়েছে। এই মৌসুম শেষে তাদের লক্ষ্যমাত্রা গাছ রোপণের সংখ্যা ১০ কোটি থেকে সাড়ে ১১ কোটিতে নিয়ে যাওয়া।
২০২১ সালে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি গ্রিন ইনিশিয়েটিভ (এসজিআই) চালু করেছিলেন। এর প্রধান তিনটি লক্ষ্য ছিল কার্বন নিঃসরণ কমানো, বনায়ন ও সমুদ্র সুরক্ষা।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন সেক্টরের ১২১টি অংশীদার সরকারের এই বনায়ন প্রকল্পে সহায়ক ভূমিকা রেখেছে। সম্মিলিত এই প্রচেষ্টা দেশটির গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন-২০৩০–এর সঙ্গে সম্পর্কিত জাতীয় লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে।
সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
মোটা দাগে পর্যটনবান্ধব দেশ হিসেবেই পরিচিত যুক্তরাষ্ট্র। তবে কয়েকটি ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের জন্য কঠোর হচ্ছে দেশটির ভিসা নীতি। মোটা অংকের ডলার জামানত রেখে তবেই তারা পাবেন আরাধ্য যুক্তরাষ্ট্রের ভিসা।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।