logo
প্রবাসের খবর

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ইউনামের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার‍্যাকটিভ সেশন অনুষ্ঠিত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ দিন আগে
Copied!
মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে ইউনামের শিক্ষার্থীদের সঙ্গে ইন্টার‍্যাকটিভ সেশন অনুষ্ঠিত

মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে লাতিন আমেরিকার শীর্ষস্থানীয় ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউনাম) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ইন্টার‍্যাকটিভ সেশন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানী মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বাংলাদেশকে ঘিরে গণতান্ত্রিক রূপান্তর, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বাংলাদেশ- মেক্সিকো সম্পর্ক নিয়ে এই ইন্টার‍্যাকটিভ সেশন আয়োজন করা হয়।

BD Embassy, ​​Mexico 4

শিক্ষার্থী দলকে স্বাগত জানিয়ে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকাকে তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, “আমি তোমাদের মাঝে ভবিষ্যতের রাষ্ট্রদূত, কূটনীতিক-এমনকি ভবিষ্যতের কোনো জাতিসংঘ মহাসচিবকেও দেখতে পাচ্ছি। তোমরাই বিশ্বের নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্বের কেন্দ্রে থাকতে হবে মানবাধিকার ও মানবিক মর্যাদাকে।"

BD Embassy, ​​Mexico 2

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী অধ্যায়। "ছাত্রসমাজ-যারা তোমাদের বয়সী- গণতন্ত্র, জবাবদিহিতা এবং মানবিক মর্যাদার দাবিতে রাস্তায় নেমেছিল।” তিনি বলেন, “স্বৈরাচারকে হটানোর আন্দোলনে সর্বোচ্চ ত্যগা স্বীকার করতে হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী ছাত্র, নারী, শিশুসহ প্রায় ১৪শ নাগরিককে জীবন দিতে হয়েছে।"

বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে এসব পরিবর্তনের সংযোগ ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রদূত আনসারী বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত সমতা ও সমমর্যাদার বন্ধুত্বের ভিত্তিতে দাঁড়ানো। আমরা অগ্রাধিকার দিই শান্তি, বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায়বিচার এবং শ্রমজীবী মানুষের অধিকারকে।"

BD Embassy, ​​Mexico 3

তিনি আরও উল্লেখ করেন, বাণিজ্য, সংস্কৃতি ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে মেক্সিকো বাংলাদেশের জন্য একটি উদীয়মান গুরুত্বপূর্ণ অংশীদার।

এর আগে দূতাবাসের কাউন্সেলর আবদুল্লাহ আল ফরহাদ একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের সার্বিক চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, জনমিতিক শক্তি এবং উন্নয়ন অর্জনের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন, বিশেষ করে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু সহনশীলতার উল্লেখযোগ্য অগ্রগতি।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্ব, বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে সক্রিয় ভূমিকা এবং ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে পারে।

BD Embassy, ​​Mexico 5

বাংলাদেশ-মেক্সিকো সম্পর্কের সম্ভাবনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়। বহুপক্ষীয় সহযোগিতা, জলবায়ু উদ্যোগ, মাইগ্রেশন গভর্ন্যান্স, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলোকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়। বিশেষ করে ইউনাম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক বিনিময় ও যুব আদান-প্রদানকে ভবিষ্যৎ সহযোগিতার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।

আলোচনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা আঞ্চলিক ভূরাজনীতি ও অর্থনৈতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। পরে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সংক্ষিপ্ত রিসেপশনে অংশ নেয় শিক্ষার্থীরা। রাষ্ট্রদূত আনসারী তাদের প্রত্যেককে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কিত বই এবং ঐতিহ্যবাহী কাঁচশিল্পসহ স্মারক উপহার প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

১ দিন আগে

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে