logo
প্রবাসের খবর

মালয়েশিয়ায় মোবাইলের কলরেট কত কেউ জানে না

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
মালয়েশিয়ায় মোবাইলের কলরেট কত কেউ জানে না
রফিক আহমদ খান

মোবাইল ফোনের কলরেট নিয়ে অনেক দিন ধরে কিছু লিখব লিখব করেও লেখা হয়নি। সম্প্রতি বাংলাদেশের অনলাইন পোর্টালে ‘ফের ২৫ পয়সা কলরেটে ফিরছে সিটিসেল’ শিরোনামে একটা সংবাদ চোখে পড়ার পর মোবাইল ফোনের কলরেট নিয়ে এই লেখাটি লিখছি।

করোনা মহামারির কারণে ৩ বছর দেশে অবস্থানের পর ২০২৩ সালের ১৫ জুলাই পুনরায় মালয়েশিয়ায় প্রবাসজীবনে ফিরে আসি।

তিন বছর খুব বেশি সময় না, আবার কম সময়ও না। এই তিন বছরের মধ্যেই তো পৃথিবীর তাবৎ মানুষ একটা মহামারির মুখোমুখি হয়েছিল। এই তিন বছরে অর্থনৈতিক বা সামাজিকভাবে মালয়েশিয়া একটুও পিছিয়ে যায়নি। বরং এগিয়েছে সব দিক দিয়ে।

এই লেখায় শুধু মোবাইলে কথা বলা বা ভাব-তথ্য আদান-প্রদান নিয়ে বলি। এবার মালয়েশিয়ায় এসে (২০২৩ সাল) শুরুতেই যেটা দেখলাম সেটা হচ্ছে, মালয়েশিয়ায় মোবাইলে কোন কোম্পানির সিমে কলরেট কত সেটা কেউ জানে না!

মোবাইলে কথা বললে আগে মিনিটে কত পয়সা কাটত সেটা হয়তো কারও কারও মনে আছে। আর গত কয়েক বছরে মালয়েশিয়ায় আসা লাখ লাখ বাংলাদেশির মধ্যে হয়তো গুটিকয়েক ছাড়া কেউই বলতে পারবে না, মালয়েশিয়ায় মোবাইলে কথা বলা কলরেট কত? এক মিনিট কথা বললে কত পয়সা কাটে?

আগে আমরা কলরেট জানতাম। অনেক হিসাব করে মালয়েশিয়ায় কথা বলতাম, দেশে কথা বলতাম। শুধু মিনিটের হিসাব নয়, সেকেন্ডের হিসাব রাখতাম। কারণ, দেখা যাচ্ছে মিনিট পূর্ণ হয়ে কয়েক সেকেন্ড হলেও আরেক মিনিটের টাকা কাটবে। তাই যত মিনিট কথা বলি না কেন, শেষে ৫০ সেকেন্ডের ওপরে গিয়ে লাইন কেটেছি। সব সময় না হলেও মাঝে মাঝে এ রকম কঠিন হিসাব করেও চলেছি আগে।

এখন সময় বদলে গেছে। তাই এখনকার ব্যাপার ভিন্ন। এখন আর সময় দেখে কথা বলতে হয় না। চাইলেই যত ইচ্ছে মোবাইলে কথা বলা যায়।

আসলে কথার পিঠে কথা চলে আসে। আমরা আগে মালয়েশিয়া থেকে দেশে মোবাইলে মাসে বড়জোর মাত্র ৩–৪ বার ফোন করেছি। এর বেশি নয়। আমরা সেই যুগের মানুষ। কলিং কার্ড দিয়ে কথা বলা, তারও আগে যখন নিজের মোবাইল ছিল না তখন কলিং কার্ড দিয়ে রাস্তার পাশের টেলিফোন বুথ থেকে কথা বলেছিলাম। সেই গল্পকাহিনি এখন না লিখে বরং আসল কথায় আসি।

মালয়েশিয়ায় এখন কেউ কলরেট জানে না। এটা একেবারে সত্যি কথা। এর কারণ একটাই, এই দেশে এখন কোনো মানুষ মোবাইলে সিম থেকে সরাসরি কল করে না। কালেভদ্রে কেউ করে। কারও মোবাইল সিমে হয়তো কল আসে। তবে সেটা হঠাৎ করে। কারণ এখানে সবাই কল করে হোয়াটসঅ্যাপে। চেনা অচেনা সব মানুষই কল করে হোয়াটসঅ্যাপে। ভয়েস বার্তা আদান-প্রদানও হয় হোয়াটসঅ্যাপে। সচল অচল সব মানুষের হাতে স্মার্টফোন, সবাই ইন্টারনেট ব্যবহারকারী।

মালয়েশিয়ায় এখন অল্প টাকায় এক মাসের জন্য ইন্টারনেট কেনা যায়। শুধু কেনা যায় বললে ভুল হবে। বলতে হবে সবাই অল্প টাকায় ৩০ দিনের জন্য ইন্টারনেট কেনেন।

আমি নিজে ব্যবহার করে আসছিলাম একটা মোবাইলে ২৫ রিঙ্গিতের প্যাকেজ। আরেকটাতে ৪৫ রিঙ্গিতের প্যাকেজ। দুই ফোনেই ২৪ ঘন্টা নেট চালু থাকে। ঘুমের সেই ৭–৮ ঘন্টা ছাড়া বাকি সময়টুকু তো ইন্টারনেটেই পড়ে থাকি। ব্যবসাও করি ই-কমার্স। মানে অনলাইনেই কাজ। কিন্তু কোনো দিন কোনো মোবাইলে নেট শেষ হয়নি। ৪৫ রিঙ্গিতেরটাও না, ২৫ রিঙ্গিতেরটাও না।

আরেকটা বিষয়, ২৫ রিঙ্গিত আর ৪৫ রিঙ্গিত, দুটি ভিন্ন ভিন্ন প্যাকেজ। অবশ্য সিমও ভিন্ন। মানে দুই সিম দুই কোম্পানির। একটা ডিজি আরেকটা ইউয়ু মোবাইল। এই দুইটা প্যাকেজ কোনটা কত জিবির প্যাকেজ তা-ও জানি না। দুটিই স্মুথলি ব্যবহার করতে পারি পূর্ণ ৩০ দিন, ইচ্ছেমতো।

তাই কোম্পানি কত জিবি ইন্টারনেট দিচ্ছে, সেটা দেখার প্রয়োজনই হয় না। হয়তো প্রথমবার প্যাকেজ নেওয়ার সময় দেখেন কেউ কেউ। পরে ৩০ দিন শেষ হওয়ার আগে আগে রিচার্জ করে রাখি। অটো রিনিউ হয়ে যায় প্যাকেজ। কোনো টেনশন নেই।

গত কয়েক মাস আগে থেকে ইন্টারনেট খরচও আমি প্রতি মাসে ২৫ রিঙ্গিত সেভ করি। কারণ, এখন আর দুইটা মোবাইলে ইন্টারনেট কিনি না। ২৫ রিঙ্গিতেরটা বাদ দিয়েছি। ৪৫ রিঙ্গিতেরটা চালু রেখেছি। সেটা থেকে হটস্পট দিয়ে আরেক মোবাইলেও ইন্টারনেট চালাই পরিপূর্ণভাবে। অর্থাৎ একটা মোবাইলের ইন্টারনেট দিয়ে দুটি মোবাইলে সক্রিয় থাকি সমান তালে। কোনো সমস্যা হয় না।

এখানে ইন্টারনেট প্যাকেজ কিনলে সরাসরি কল করা ফ্রিও আছে। তারপরও কেউ সরাসরি কল করে না। কল মানে অভিও কল বা ভিডিও কল যা-ই হোক, হোয়াটসঅ্যাপেই কল। হোয়াটসঅ্যাপে ব্যবসার আলাপ, প্রেমের আলাপ, ফাও আলাপ, দীর্ঘ আলাপ, অল্প আলাপ-সল্প আলাপ সব। প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা সবই হোয়াটসঅ্যাপে।

মালয়েশিয়ায় মোবাইলে সরাসরি কল দেওয়ার চর্চা অতীত হয়ে গেলেও মালয়েশিয়া ডিজিটাল দেশও না, স্মার্ট দেশও না! মালয়েশিয়া কেবলই সময়ের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাওয়া আমাদের অনতিদূর একটা দেশ। এই দেশের রাজনীতিবিদেরা জনগণকে ঠকায় কম। তারা অনেকটাই সৎ, ডিজিটাল দেশ, স্মার্ট দেশের নেতাদের চেয়ে।

মালয়েশিয়া একবারই স্বাধীন হয়েছিল ১৯৫৭ সালে ব্রিটিশদের থেকে। সেটাই পুরানো স্বাধীনতা, সেটাই সদা নতুন স্বাধীনতা। এই দেশে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে (নাজিব রাজাক) তীব্র আন্দোলন হয়েছিল দেখেছিলাম, তবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এটাও বহুদলীয় গণতন্ত্রের দেশ। এখানেও দলগুলোর মধ্যে বিরোধ আছে, ক্ষমতায় যাওয়ার তীব্র প্রতিযোগিতা আছে। তবে দেশের কল্যাণে জণগণের কল্যাণে সবাই কাজ করে একতাবদ্ধ হয়ে।

আর এই দেশে জগদ্বিখ্যাত পুরষ্কারবিজয়ী মহামানব যেমন নেই, হাজার কোটি টাকায় মূর্তি বানিয়ে দেশজুড়ে সাজিয়ে রাখার মতো নেতাও নেই। তবে স্বাধীনতার কথা উঠলে ইতিহাসে তাদের একজন স্বাধীনতার জনক আছে। এই দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে কখনো কাউকে ভিন দেশে বসে স্বদেশের রাজনীতি করতে হয়নি। তাই এই দেশে মোবাইলের কলরেট কিংবা ইন্টারনেট রেট নিয়ে জনগণকে অনলাইন বা অফলাইনে কখনো আন্দোলন সংগ্রাম করতে হয়নি।

রফিক আহমদ খান, মালয়েশিয়া

আরও পড়ুন

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

১ দিন আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

১ দিন আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

১ দিন আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

২ দিন আগে