logo
প্রবাসের খবর

যুদ্ধবিরতি কার্যকরের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মে ২০২৫
Copied!
যুদ্ধবিরতি কার্যকরের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর
জম্মুতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে ভারতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পার না হতেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে ৯টার দিকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মু ও শ্রীনগর শহরের একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা, কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, রাতের আকাশে দূর থেকেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে এবং আলোর ঝলকানি দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ তাদের প্রতিনিধিও শুনতে পেয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের উৎস জানা যায়নি।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনো বাহিনীর মুখপাত্রই তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। 

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১১ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৯ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৯ ঘণ্টা আগে