
বিডিজেন ডেস্ক

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
খবর সময় অনলাইনের।
সময়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবী নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
সব ব্যক্তিই ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১)–এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেওয়া হয়।
এ ছাড়া, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি)–এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: সময় অনলাইন

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
খবর সময় অনলাইনের।
সময়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবী নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
সব ব্যক্তিই ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১)–এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেওয়া হয়।
এ ছাড়া, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি)–এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
সূত্র: সময় অনলাইন
যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
বাংলাদেশ ও ভারত থেকে আসা নাগরিকদের ভিসা জালিয়াতি রোধে একযোগে ভিসা আবেদন বাতিলের ক্ষমতা অর্জন করতে চাইছে কানাডা সরকার। দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ সরকারি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।
দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।