logo
প্রবাসের খবর

ব্রুনাইয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ বাংলাদেশির সাজা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ নভেম্বর ২০২৪
Copied!
ব্রুনাইয়ে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫ বাংলাদেশির সাজা
ছবি: সংগৃহীত

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ ও ১২১–এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

খবর সময় অনলাইনের।

সময়ের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবী নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

সব ব্যক্তিই ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১)–এর অধীনে অপরাধ করেছেন। অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ব্রুনাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেওয়া হয়।

এ ছাড়া, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি)–এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই ডলার জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

সূত্র: সময় অনলাইন

আরও পড়ুন

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।

৫ ঘণ্টা আগে

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

২ দিন আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

২ দিন আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

২ দিন আগে