বিডিজেন ডেস্ক
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।
খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।
সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।
এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।
সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।
সূত্র: আরব নিউজ
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এ বছরের বইমেলায় ২২টি দেশের ১ হাজারের বেশি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। সৌদি আরব ও বাইরের দেশ মিলিয়ে এবারের মেলায় ৪৫০টির বেশি প্যাভিলিয়নে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান বই বিক্রি করছে।
খবর সৌদি আরবের ইংরেজি সংবাদমাধ্যম আরব নিউজের।
সৌদি অথরিটি ফর লিটারেচার ও পাবলিশিং অ্যান্ড ট্রান্সলেশন আয়োজিত জেদ্দা সুপারডোমে ১২ ডিসেম্বর এই বইমেলা শুরু হয়, শেষ হয় ২১ ডিসেম্বর।
এবারের বইমেলায় বক্তৃতা, কর্মশালা ও সেমিনার মিলিয়ে শতাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ১৭০ জনের বেশি ব্যক্তি প্রতিনিধিত্ব করছেন।
সৌদি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব পাবলিশিংয়ের জেনারেল ডিরেক্টর ড. আবদুল লতিফ আল-ওয়াসিল এই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জেদ্দা বইমেলা সৌদি আরবের সাহিত্য ও সংস্কৃতিকে সমর্থন, বিকাশ ও প্রচারে সহায়ক ভূমিকা রাখবে।’
আয়োজকেরা বলছেন, বইমেলায় সৌদির লেখকদের সর্বশেষ প্রকাশিত বইগুলো জায়গা পেয়েছে। এতে দর্শনার্থীরা সে দেশের লেখকদের লেখার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অন্য দেশের লেখকদের বই থাকায় দর্শনার্থীরা খুব সহজে বাইরের বই সংগ্রহ করতে পেরেছেন। এভাবে দেশ-বিদেশের বই সবার কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ও আগস্টে মদিনা বইমেলার পরে জেদ্দা বইমেলা হলো এ বছর সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বইমেলা।
সূত্র: আরব নিউজ
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।