logo
প্রবাসের খবর

অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে গভীর আত্মসমালোচনার আহ্বান পোপের

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ নভেম্বর ২০২৫
Copied!
অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে গভীর আত্মসমালোচনার আহ্বান পোপের
পোপ লিও। ছবি: রয়টার্স

আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে অভিবাসীদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, সে বিষয়ে ‘গভীর আত্মসমালোচনার’ আহ্বান জানিয়েছেন পোপ লিও। তিনি বলেন, আটক অবস্থায় থাকা অভিবাসীদের আধ্যাত্মিক চাহিদাগুলোকেও সম্মান জানানো উচিত।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (৪ নভেম্বর) রোমের উপকণ্ঠে তার বাসভবন ক্যাসটেল গানদলফোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পোপকে জিজ্ঞেস করা হয়েছিল শিকাগোর কাছে ব্রডভিউতে অবস্থিত একটি ফেডারেল কেন্দ্রে আটক কিছু অভিবাসীর বিষয়ে। তাদের পবিত্র যোহনের ভোজন (হলি কমিউনিয়ন) গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে—যা ক্যাথলিক ধর্মে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য।

ক্যাথলিক ধর্মে ১ নভেম্বর অল সেন্টস দিবস হিসেবে পালিত হয়। সেদিন একটি ধর্মীয় প্রতিনিধিদল, তাদের মধ্যে একজন ক্যাথলিক বিশপও ছিলেন, আটক ব্যক্তিদের কাছে পবিত্র যোহনের ভোজন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের কেন্দ্রটিতে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়নি।

আটক ব্যক্তিরা ট্রাম্পের শিকাগোর কঠোর নীতি অনুসরণের অংশ, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, সেখানে ৩ হাজারেরও বেশি মানুষ আটক ছিলেন।

আমেরিকার শিকাগোতে জন্ম নেওয়া লিও ম্যাথিউয়ের সুসমাচারের ২৫তম অধ্যায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যিশু খুব স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর শেষ দিনে আমাদের জিজ্ঞাসা করা হবে—তুমি বিদেশিকে কীভাবে গ্রহণ করেছিলে? তাকে স্বাগত জানিয়েছিলে, না কি দূরে সরিয়ে দিয়েছিলে? আমার মনে হয়, যা এখন ঘটছে তা নিয়ে গভীরভাবে আত্মসমালোচনা করার সময় এসেছে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেক মানুষ, যারা বছরের পর বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন এবং কখনো কোনো সমস্যা সৃষ্টি করেননি, এখন যা ঘটছে তাতে তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

লিও আমেরিকান বংশোদ্ভূত প্রথম পোপ। তিনি এর আগেও কঠোর অভিবাসন দমন অভিযানের মধ্যে ফেডারেল সরকারের অভিবাসীদের প্রতি আচরণের নিন্দা জানিয়েছেন। এই অভিযান দেশজুড়ে বহু শহরকে অস্থির করে তুলেছে।

ব্রডভিউতে আটক ব্যক্তিদের প্রসঙ্গে মঙ্গলবার তিনি বলেন, আটক ব্যক্তিদের আধ্যাত্মিক অধিকারগুলো বিবেচনা করা উচিত।

তিনি বলেন, ‘আমি অবশ্যই কর্তৃপক্ষকে আহ্বান জানাব যাতে পাদরিক কর্মীরা ওই ব্যক্তিদের চাহিদা পূরণে সহায়তা করতে পারেন।’

‘অনেকবার তারা দীর্ঘ সময়ের জন্য পরিবার থেকে আলাদা থাকেন; কেউ জানে না কী হচ্ছে, তবে তাদের নিজস্ব আধ্যাত্মিক চাহিদাগুলো পূরণ হওয়া উচিত,’ তিনি যোগ করেন।

মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হিসেবে নির্বাচিত লিও তার পূর্বসূরীর তুলনায় অনেকটাই সংযমী শৈলী প্রদর্শন করেছেন, তবে তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা আরও খোলাখুলিভাবে শুরু করেছেন, যা কিছু প্রভাবশালী সংরক্ষণশীল ক্যাথলিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

৯ অক্টোবর প্রকাশিত তার প্রথম প্রধান নথিতে, তিনি বিশ্বের কাছে অভিবাসীদের সাহায্য করার আবেদন জানিয়েছিলেন এবং ট্রাম্পের প্রতি ফ্রান্সিসের একটি শক্তিশালী সমালোচনার উদাহরণ তুলে ধরেছিলেন।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে, লিও যুক্তরাষ্ট্র সরকারের ভেনেজুয়েলার সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ভূমিকা হওয়া উচিত ‘শান্তি রক্ষা করা,’ সেখানে ট্রাম্পের পদক্ষেপ ছিল ‘উত্তেজনা বৃদ্ধি করা।’

তিনি আরও বলেন, ‘আমরা সহিংসতার মাধ্যমে জয়ী হতে পারব না; সঠিক পথ হলো সংলাপ খুঁজে বের করা এবং একটি দেশের সমস্যাগুলোর সমাধান করার সঠিক উপায় নির্ধারণ করা।’

আরও দেখুন

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

১ দিন আগে

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে