logo
প্রবাসের খবর

জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে২৭ জানুয়ারি ২০২৫
Copied!
জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

সরকারি সহায়তায় কোনো দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরব সফরে এসে জেদ্দায় প্রবাসী বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মতবিনিময়ে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার বিদায় ঘটেছে।...বর্তমান অন্তবর্তী সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে। তবে যেকোনো বিলম্ব পরিস্থিতি জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। বর্তমানে কিছু প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে।

সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ানোর জন্য দ্রুত নির্বাচন তফসিল ঘোষণার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া, সরকারের প্রতি সন্দেহের প্রশ্ন তুলে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা এবং সবখানে শেখ হাসিনার প্রেতাত্মাদের উপস্থিতি এসব প্রশ্ন মানুষের মনে উঠে আসছে।

Pic (2)

বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আন্দোলনের কথা উল্লেখ করে ফারুক বলেন, ছাত্র আন্দোলনের ভূমিকাকে সম্মান জানানো উচিত এবং যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তবে, সরকারি সহায়তায় গঠিত কোনো দলের সৃষ্টি, বিশেষ করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তাদের মতে শুভ নয়।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি সতর্ক করে বলেন, সরকারের অধীনে গঠিত নতুন দল জনগণের আস্থা অর্জন করতে পারবে না। তিনি ১/১১ সরকারের কথা তুলে ধরে বলেন, তখনকার সরকারও বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি।

এ ছাড়া, দেশে দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাসী কার্যকলাপ এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এসব সমস্যা সমাধানের পাশাপাশি, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অত্যন্ত জরুরি।

প্রবাসী নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমান, মোহাম্মদ সাহজাহান, তছলিম উদ্দিন, আনোয়ার হোসেন, পিয়ার আহমেদ, আবদুল হান্নান, মোহাম্মদ সাহবুদ্দিন, মুকবুল মৃদা, আতিকুর রহমান শিপনসহ অনেকে।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১০ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

১৭ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১৮ ঘণ্টা আগে