logo
প্রবাসের খবর

জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

বাহার উদ্দিন বকুল, জেদ্দা থেকে২৭ জানুয়ারি ২০২৫
Copied!
জেদ্দায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জয়নুল আবদিনের মতবিনিময়

সরকারি সহায়তায় কোনো দলের সৃষ্টি হলে আগামীর জন্য তা শুভ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

পবিত্র ওমরাহ্ পালনের জন্য সৌদি আরব সফরে এসে জেদ্দায় প্রবাসী বিএনপি নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মতবিনিময়ে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার বিদায় ঘটেছে।...বর্তমান অন্তবর্তী সরকার সংস্কারের মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্য কাজ করছে। তবে যেকোনো বিলম্ব পরিস্থিতি জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে। বর্তমানে কিছু প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে।

সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ানোর জন্য দ্রুত নির্বাচন তফসিল ঘোষণার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া, সরকারের প্রতি সন্দেহের প্রশ্ন তুলে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা এবং সবখানে শেখ হাসিনার প্রেতাত্মাদের উপস্থিতি এসব প্রশ্ন মানুষের মনে উঠে আসছে।

Pic (2)

বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আন্দোলনের কথা উল্লেখ করে ফারুক বলেন, ছাত্র আন্দোলনের ভূমিকাকে সম্মান জানানো উচিত এবং যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তবে, সরকারি সহায়তায় গঠিত কোনো দলের সৃষ্টি, বিশেষ করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তাদের মতে শুভ নয়।

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি সতর্ক করে বলেন, সরকারের অধীনে গঠিত নতুন দল জনগণের আস্থা অর্জন করতে পারবে না। তিনি ১/১১ সরকারের কথা তুলে ধরে বলেন, তখনকার সরকারও বেগম খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল, সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি।

এ ছাড়া, দেশে দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাসী কার্যকলাপ এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এসব সমস্যা সমাধানের পাশাপাশি, জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অত্যন্ত জরুরি।

প্রবাসী নেতাকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমান, মোহাম্মদ সাহজাহান, তছলিম উদ্দিন, আনোয়ার হোসেন, পিয়ার আহমেদ, আবদুল হান্নান, মোহাম্মদ সাহবুদ্দিন, মুকবুল মৃদা, আতিকুর রহমান শিপনসহ অনেকে।

আরও দেখুন

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

১ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

২ দিন আগে

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

২ দিন আগে