logo
প্রবাসের খবর

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্রাম্প সমর্থক বেড়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ নভেম্বর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ট্রাম্প সমর্থক বেড়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন একজন প্রবাসী বাংলাদেশি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৫ নভেম্বর ২০২৪। ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির নাগরিকেরা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরাও ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিলেও এবার প্রবাসী বাংলাদেশিদের অনেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলার ঘটনা কাজ করেছে বলে জানিয়েছেন কয়েকজন।

প্রথম আলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি যারা ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদের একজন আবদুল হামিদ। তিনি ২৮ বছর ধরে নিউইয়র্কে থাকেন। তিনি একজন নিবন্ধিত ডেমোক্র্যাট ভোটার। তবে এবার প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন।

আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আমেরিকার অর্থনৈতিক উন্নতি এবং বিশ্ব শান্তির জন্য ট্রাম্প অপরিহার্য।’

নিউইয়র্কের আরেক বাসিন্দা আসলাম আহমাদ খান বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য ট্রাম্প ব্যাপক ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী। তা ছাড়া তিনি যখন ক্ষমতায় ছিলেন, সারা বিশ্বের কোথাও যুদ্ধ বাধানোর চেষ্টা করেননি, যা ডেমোক্র্যাটরা প্রতিনিয়ত করে যাচ্ছেন।’

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাসিন্দা হাসিনা বেগম বললেন ভিন্ন কথা। তাঁর ভাষ্য, ‘আমি বরাবরই ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে ভোট দিই। এবারও তার ব্যতিক্রম হয়নি। কমলা হ্যারিস অভিবাসীদের জন্য কাজ করবেন, সেই বিশ্বাস আমার আছে।’

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে পেনসিলভানিয়া ও মিশিগান অন্যতম। সেখানকার কয়েকজন ভোটারের সঙ্গেও কথা বলেন প্রথম আলোর প্রতিবেদক।

পেনসিলভানিয়ার হ্যারিসবার্গ এলাকায় বসবাস করেন রেজাউল ইসলাম। তিনি বলেন, এখানকার পুরোনো বাসিন্দাদের বেশির ভাগই শ্বেতাঙ্গ ও ব্যবসায়ী। তারা বরাবরই রিপাবলিকান ভোটার। সম্প্রতি অনেক দেশের অভিবাসী এখানে আসছেন। এতে অভিবাসী ভোটারের সংখ্যা বেড়েছে। কমলা স্বল্প আয়ের মানুষদের কর মওকুফের ঘোষণা দিয়েছেন। তাই তাঁর পক্ষের ভোটার বেড়েছে।

যুক্তরাষ্ট্রের মুসলিম-অধ্যুষিত অঙ্গরাজ্য মিশিগান। সেখানকার বাংলা টাউন এলাকার বাসিন্দা প্রবাসী বাংলাদেশি মৃদুল কান্তি সরকার। তিনি প্রথম আলোকে বলেন, এবারই প্রথম বাংলাদেশি ভোটাররা মিছিল করে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রথম আলোর প্রতিবেদক দৈবচয়ন প্রক্রিয়ায় অন্য অঙ্গরাজ্যের কয়েকজন প্রবাসী বাংলাদেশি ভোটারের সঙ্গেও কথা বলেন। তাদের মধ্যে ট্রাম্পের সমর্থক বেশি ছিল।


আরও পড়ুন

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

শাহরুখের প্রথম জাতীয় পুরস্কার, আবেগঘন ভিডিও বার্তায় বললেন অনেক কথা

তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

৮ ঘণ্টা আগে

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

কানাডার প্রধানমন্ত্রীর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় প্রতিক্রিয়ার ঝড়

আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, হাসপাতালে দুজন

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

২১ ঘণ্টা আগে