বিডিজেন ডেস্ক
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।
কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।
গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।
কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।
গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।