বিডিজেন ডেস্ক
অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দিনব্যাপী বন্ধ থাকার পর আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। দুবাই-ভিত্তিক এমিরেটস এবং আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা ধীরে ধীরে যুক্তরাজ্যের ব্যস্ততম এ বিমানবন্দরে তাদের ফ্লাইট শুরু করছে।
টার্মিনাল ২-এ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার লন্ডনের হিথ্রো সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমণকারীসহ হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হন।
বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর এমিরেটস ঘোষণা করে, আজ শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথ্রো পর্যন্ত ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তারা পুনরায় বুকিং সহায়তার জন্য সরাসরি তাদের বুকিং এজেন্ট বা এমিরেটসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ নিয়ে আপডেটও দিয়েছেন তারা।
ইতিমধ্যে ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা শনিবার থেকে আবুধাবি এবং লন্ডন হিথ্রোর ফ্লাইট পুনরায় শুরু করবে। বিমান সংস্থাটি যাত্রীদের ইতিহাদ ওয়েবসাইটে তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এবং রিয়েল-টাইম আপডেট পেতে ‘ম্যানেজ ইওর বুকিং’ পোর্টালে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ব্যাহত ফ্লাইটের কারণে আজ লন্ডন হিথ্রো বিশেষভাবে ব্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে, তাই ইতিহাদ যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীরা যাত্রীদের পাশে থাকবেন।
এক দিন বন্ধ থাকার পর আজ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি জানায়, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিল ২ লাখ যাত্রী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয় অন্যান্য বিমানবন্দরে। এ কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই।
অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দিনব্যাপী বন্ধ থাকার পর আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। দুবাই-ভিত্তিক এমিরেটস এবং আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা ধীরে ধীরে যুক্তরাজ্যের ব্যস্ততম এ বিমানবন্দরে তাদের ফ্লাইট শুরু করছে।
টার্মিনাল ২-এ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার লন্ডনের হিথ্রো সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমণকারীসহ হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হন।
বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর এমিরেটস ঘোষণা করে, আজ শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথ্রো পর্যন্ত ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তারা পুনরায় বুকিং সহায়তার জন্য সরাসরি তাদের বুকিং এজেন্ট বা এমিরেটসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ নিয়ে আপডেটও দিয়েছেন তারা।
ইতিমধ্যে ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা শনিবার থেকে আবুধাবি এবং লন্ডন হিথ্রোর ফ্লাইট পুনরায় শুরু করবে। বিমান সংস্থাটি যাত্রীদের ইতিহাদ ওয়েবসাইটে তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এবং রিয়েল-টাইম আপডেট পেতে ‘ম্যানেজ ইওর বুকিং’ পোর্টালে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ব্যাহত ফ্লাইটের কারণে আজ লন্ডন হিথ্রো বিশেষভাবে ব্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে, তাই ইতিহাদ যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীরা যাত্রীদের পাশে থাকবেন।
এক দিন বন্ধ থাকার পর আজ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সংবাদমাধ্যমটি জানায়, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিল ২ লাখ যাত্রী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয় অন্যান্য বিমানবন্দরে। এ কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই।
টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।
মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।