বিডিজেন ডেস্ক
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪-এর স্থানীয় আয়োজক কমিটি নিশ্চিত করেছে যে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে দোহায় টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হয়েছে।
কাতারের স্থানীয় সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট: http://fic24.qa
এর মাধ্যমে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।
ভিসা ও মাস্টার কার্ডসহ সব কার্ড দিয়েই টিকিট কেনা যাবে। ভিসা কার্ডের পক্ষ থেকে আগেই সপ্তাহব্যাপী প্রি-সেল অনুষ্ঠান হয়েছে। এর মাধ্যমে বোঝা গেছে মানুষের মধ্যে টিকিটের চাহিদা ব্যাপক। তালিকার ওপরের দিকে আছে মিসর, কাতার, সৌদি আরব ও জর্ডান।
১১–১৮ ডিসেম্বর কাতারে আয়োজিত এই টুর্নামেন্টটি ফুটবল ভক্তদের বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আল আহলি এসসি (সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ বিজয়ী) ও সিএফ পাচুকার (কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ২০২৪ বিজয়ী) খেলা দেখার অনন্য সুযোগ দেবে।
দ্য পেনিনসুয়েলার এক সংবাদে বলা হয়, ঐতিহাসিক কাতারে ফিফা বিশ্বকাপের (২০২২) দুই বছর পূর্তি উপলক্ষে আইকনিক লুসাইল স্টেডিয়ামে বহুল প্রত্যাশিত ফাইনাল খেলা হবে। অন্য দুটি খেলা হবে ৯৭৪ স্টেডিয়ামে। দুই স্থানই সুন্দর ব্যবহারযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।
টিকিটের দাম
ফিফা ডার্বি অব আমেরিকাস কাতার ২০২৪ এবং
ফিফা চ্যালেঞ্জার কাপ কাতার ২০২৪ (স্টেডিয়াম ৯৭৪)
বিভাগ ১ – ১৫০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৭০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ৪০ কাতারি রিয়াল
ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কাতার ২০২৪ ফাইনাল (লুসাইল স্টেডিয়াম)
বিভাগ ১ – ১০০০ কাতারি রিয়াল
বিভাগ ২ – ৬০০ কাতারি রিয়াল
বিভাগ ৩ – ২০০ কাতারি রিয়াল
দর্শকেরা জনপ্রতি ৬টি টিকিট কিনতে পারবেন। পরবর্তী পর্যায়ে একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্ম পাওয়া যাবে। জাল বা অবৈধ টিকিটের মতো সম্ভাব্য সমস্যা এড়াতে অনুরাগীদের শুধুমাত্র অফিসিয়াল সোর্স থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।