logo
প্রবাসের খবর

সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
সৌদি আরব ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে বসবাসের বিশেষ অনুমতি দিয়েছে
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ। ছবি– সৌদি গেজেট

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, ১২৩৮ জন বিদেশি বিনিয়োগকারীকে এক বছরেরও কম সময়ের মধ্যে ওই দেশের বসবাসের জন্য বিশেষ অনুমতি বা প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়া হয়েছে। সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে।
রিয়াদে গত ২৫ নভেম্বর বিশ্ব বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী খালিদ আল-ফালিহ নিশ্চিত করেন যে, যারা প্রিমিয়াম রেসিডেন্সির অনুমতি পেয়েছেন তাদের সাথে এমন আচরণ করা হয় যেন তারা মনে করেন নিজ দেশেই আছেন। এবারের সম্মেলনে ৩০টি দেশের প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন।

ভিশন ২০৩০ চালু হওয়ার পর থেকে বিনিয়োগের পরিবেশ এবং এর অগ্রগতির কথা উল্লেখ করেন খালিদ আল-ফালিহ। তিনি বলেন, ভিশন চালু হওয়ায় আগের সময়ের তুলনায় বিনিয়োগ প্রবাহ এখন তিনগুণ বেড়েছে। ‘মোট দেশজ উৎপাদন’ বা জিডিপি ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়েছে। এর পরিমাণ এ সময়ে এক লাখ ১০ হাজার কোটি বা ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, এর অর্ধেক নন-অয়েল অর্থাৎ জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত নয় এমন খাত থেকে এসেছে।
সম্মেলনে খালিদ আল-ফালিহ বিশ্বব্যাপী বিনিয়োগ প্রবণতার চারটি বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেন। এই বৈশিষ্টগুলো তাঁর বিবেচনায় বৈশ্বিক বিনিয়োগের চিত্রপটকে নতুন আকার দেবে। মন্ত্রী টেকসই বিনিয়োগের ওপর গুরুত্ব এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগকে উন্নত করার জন্য ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগের ওপর নির্ভর করে দ্রুত প্রযুক্তিগত রূপান্তর এবং সরবরাহ চেইনগুলো কীভাবে কাজ করে তা পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি মাসে সৌদি আরব তার প্রবাসী আবাসিক আইনে পরিবর্তন এনে হালনাগাদ করে, যাতে বিনিয়োগকারী ও প্রতিভাবানদের প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার সুযোগ তৈরি করা হয়। এই প্রিমিয়াম রেসিডেন্সি প্রাপকদের ১০টি সুবিধা প্রদান করা হচ্ছে। এর মধ্যে পরিবারের সদস্যদের জন্য প্রিমিয়াম রেসিডেন্সি, প্রবাসীদের অর্থ প্রদান থেকে অব্যাহতি এবং নির্ভরশীলদের ফি, ভিসা-মুক্ত ভ্রমণ এবং রিয়েল এস্টেটের মালিকানা এবং বিনা স্পনসারে ব্যবসা চালানোর অধিকার। সুবিধার মধ্যে ফি ছাড়াই প্রতিষ্ঠানের মধ্যে পরিষেবা স্থানান্তরের সহজ প্রক্রিয়া, আত্মীয়দের নিয়ে যাওয়ার সুযোগ এবং একই সাথে সৌদি আরব ত্যাগ ও ফের ঢোকার বিষয়টি সহজ করা হয়েছে।

এটি যোগ্য বিদেশি নাগরিক নিজে নিজের স্পনসার হলে এক বছর পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে। এটা রিনিউ হতে অথবা দীর্ঘ মেয়াদের জন্য বাড়তে পারে। সব দেশের নাগরিকেরা এই নতুন প্রিমিয়াম রেসিডেন্সির সুযোগের জন্য আবেদন করতে পারে। তবে তাদের অবশ্যই যোগ্যতার সকল মানদণ্ড ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১৩ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৯ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

২১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

১ দিন আগে