logo
প্রবাসের খবর

ওমানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বাড়াতে কঠোর আইন চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ অক্টোবর ২০২৪
Copied!
ওমানে কর্মক্ষেত্রে শৃঙ্খলা বাড়াতে কঠোর আইন চালু
প্রতীকী ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ওমান সরকার নতুন আইন চালু করেছে। নতুন এই আইন অনুযায়ী, দেশটির বেসরকারি খাতের কর্মীরা কর্মক্ষেত্রে দেরি করে গেলে, নির্ধারিত সময়ের আগে বের হলে এবং অন্যান্য কর্মক্ষেত্র আইন লঙ্ঘন করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন আইনের অধীনে, কোনো কর্মী যৌক্তিক কারণ ছাড়াই ৬০ মিনিটের বেশি দেরি করে কর্মক্ষেত্রে প্রবেশ করলে দুই দিনের মজুরি নেওয়া হবে।

এছাড়া অননুমোদিত অনুপস্থিতি এবং কর্মক্ষেত্রের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিভিন্ন ধরনের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে এই নতুন আইনে।

দেরি করে আসা কর্মীদের জন্য বিলম্বের সময়কাল এবং কতবার বিলম্ব হচ্ছে তার ওপর নির্ভর করে জরিমানা বৃদ্ধি পাবে।

ওমান সরকারের নতুন এই আইন অনুযায়ী, ১৫ মিনিট পর্যন্ত দেরি করে আসা শ্রমিকরা প্রথম অপরাধের জন্য একটি লিখিত সতর্কতা পাবেন। পরবর্তীতে দেরি হলে তাদের দৈনিক মজুরির ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে। এছাড়া যারা ১৫ থেকে ৩০ মিনিট দেরিতে কর্মক্ষেত্রে পৌঁছাবে তাদের ১০ থেকে ২৫ শতাংশ দৈনিক মজুরি কেটে নেওয়া হবে। যদি এরপরেও একজন কর্মী নিয়মিত দেরি করেন তাহলে তার জরিমানার হারও বাড়তে থাকবে। আর ৩০ মিনিটের বেশি দেরি করে অফিসে প্রবেশ করলে দৈনিক মজুরির ৭৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হবে।

এছাড়াও নতুন এই আইনে বলা হয়, কর্মক্ষেত্রে অনুমতি ছাড়া অনুপস্থিতির জন্য ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দৈনিক মজুরি কেটে নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের আগে কর্মক্ষেত্র থেকে যাওয়ার ফলে একটি লিখিত সতর্কতা দেওয়া হবে। এরপর থেকে এমন অপরাধের কারণে এক দিনের মজুরি কেটে নেওয়া হবে।

কর্মক্ষেত্রে অনুমতি না নিয়ে বাইরের লোকজন প্রবেশ করানো, কাজের সময় খাওয়া বা ঘুমানোর শাস্তি হিসেবে বেশ কয়েকদিন সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে ওমান সরকারের নতুন আইনে। এছাড়া ব্যক্তিগত উদ্দেশ্যে কোম্পানির ফোন ব্যবহারের বিষয়েও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে আইনটিতে।

এতে বলা হয়, কাজের ক্ষেত্রে অবহেলা যা নিরাপত্তাকে বিপন্ন করে বা উপকরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমন অপরাধ করলে একজন কর্মীকে পাঁচ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হবে। আর কর্মক্ষেত্রে মাদকাসক্ত কর্মীদের ক্ষতিপূরণ ছাড়াই অবিলম্বে বরখাস্ত করা হবে।

ওমানের নতুন আইনে, সাত দিনের মধ্যে ব্যক্তিগত তথ্যের পরিবর্তন সম্পর্কে নিয়োগকর্তাকে অবহিত করতে ব্যর্থ হলে জরিমানার বিধান রাখা হয়েছে। এই ধরনের অপরাধের জন্য বেতন কাটা বা তিন দিন পর্যন্ত সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। এছাড়া আপত্তিকর ভাষা, ছোটখাটো আক্রমণ ,ঘুষ গ্রহণ, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ধর্মঘট করা বা সহকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে একজন কর্মীকে বরখাস্ত করার কথা আইনে বলা হয়েছে।

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তাদের অবশ্যই কর্মক্ষেত্রে এই আইন আরবি এবং ইংরেজি উভয় ভাষায় প্রদর্শন করতে হবে।

ওমান সরকার স্পষ্ট করে দিয়েছে যে, তারা শ্রম আইন লঙ্ঘন সহ্য করবে না। এই আইন লঙ্ঘন করলে নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়কেই শাস্তির আওতায় আনা হবে।

আরও দেখুন

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সানডে মাদরাসার স্পোর্টস ও ফান ডে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে সানডে মাদরাসা ও হিফজুল কোরআন প্রোগ্রামের শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস ও ফান অ্যাকটিভিটি ডে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

সিডনিতে স্পোর্টস ও ফান ডেতে প্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ি বিক্রি জনপ্রিয়তা পেয়েছে

দিনটির বিশেষ আকর্ষণ ছিল সিডনিপ্রবাসী মোক্তার হোসেনের ঝালমুড়ির স্টল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে মাস্টার্স করা এই প্রবাসী বাংলাদেশির তৈরি ঝালমুড়ি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয়। অনুষ্ঠানে তার হাতে তৈরি ঝালমুড়ি বিক্রিতে ছিল উপচে পড়া ভিড়।

১ দিন আগে

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

টরন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরামের বিশেষ ক্যারিয়ার সেমিনার ৮ নভেম্বর

কানাডার টরোন্টোয় ঢাকা ইউনিভার্সিটি ফোরাম আগামী শনিবার (৮ নভেম্বর) আয়োজন করছে এক অনুপ্রেরণামূলক ক্যারিয়ার সেমিনার। এই ক্যারিয়ার সেমিনারে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে

২ দিন আগে

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

উত্তর আমেরিকার মানুষ আজ থেকে এক ঘণ্টা বেশি ঘুমাবেন

ঘড়ি এক ঘণ্টা পেছানোয় শনিবার রাতের দৈর্ঘ্য এক ঘণ্টা বেশি হয়েছে। আজ থেকে সকালে সূর্যের আলো এক ঘণ্টা আগে দেখা যাবে, কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত হবে এক ঘণ্টা আগে। অর্থাৎ, অফিস বা কাজ শেষে দিনের আলো ফুরিয়ে যাবে দ্রুত।

২ দিন আগে