logo
প্রবাসের খবর

হিথরো বন্ধ, এমিরেটসের লন্ডনগামী ফ্লাইট বাতিল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ মার্চ ২০২৫
Copied!
হিথরো বন্ধ, এমিরেটসের  লন্ডনগামী  ফ্লাইট বাতিল
এমিরেটসের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা যুক্ত ফ্লাইট এ৩৫০। ছবি: গালফ নিউজ

নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ রয়েছে। এ কারণে আজ শুক্রবার লন্ডনে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।

দুবাইভিত্তিক বিমান সংস্থাটি ঘোষণা করেছে, হিথরো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে যেসব পরিষেবাগুলো পরিচালনা করা হবে না তা হলো– EK001/002, EK029/030 ও EK031/032।

এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের ভ্রমণ আজ হবে না। বিমান সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আপডেট জানাবে।

এমিরেটস জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের আগে আপডেটের জন্য ওয়েবসাইটটি দেখা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি পেতে Manage Your Booking এর মাধ্যমে তাদের যোগাযোগের বিবরণ আপ টু ডেট আছে কি না তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের যুক্তরাজ্যের অন্য বিমানবন্দরে ভ্রমণ পুনরায় বুক করার বা পরবর্তী তারিখের জন্য পুনঃনির্ধারণের সুযোগ রয়েছে। যারা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বুকিং করেছেন, তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অন্যদিকে যারা সরাসরি এমিরেটসের সঙ্গে বুকিং করেছেন, তারা সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। বিমান সংস্থাটি যেকোনো অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।

পশ্চিম লন্ডনের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লন্ডন হিথরো বিমানবন্দর শুক্রবার বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাহত হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনা ইউরোপের ব্যস্ততম এবং বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

হিথরোতে এই বিঘ্নের ফলে বিশ্বব্যাপী ভ্রমণে তীব্র প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিমান সংস্থা ও যাত্রীরা বিলম্ব যাত্রা কিংবা ফ্লাইট বাতিলের সম্মুখীন হবেন। ভ্রমণকারীদের সর্বশেষ আপডেটের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

ইউনূসের সঙ্গে খালার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি: টিউলিপ

ইউনূসের সঙ্গে খালার দ্বন্দ্বের জেরে ক্ষতির শিকার আমি: টিউলিপ

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দেশটির গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর খালার (শেখ হাসিনা) মধ্যে দ্বন্দ্ব আছে। এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন।

২ দিন আগে

ফিলিস্তিনকে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।

২ দিন আগে

কুয়েতে এটিএমে জালিয়াতি করে অর্থ চুরির অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে এটিএমে জালিয়াতি করে অর্থ চুরির অভিযোগে এক বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে এটিএমে জালিয়াতি করে অর্থ চুরির অপরাধে রাজু নামে এক বাংলাদেশি ও ২ পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা পুলিশ।

৪ দিন আগে

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

৯ দিন আগে