বাসস, ঢাকা
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতিতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্পোরেট কর হার কমানো এবং আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেওয়ায় আইরিশ রপ্তানিতে ধস নামতে পারে বলে সতর্ক করেছেন সে দেশের অর্থনীতিবিদেরা।
আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রায় হাজার খানেক প্রতিষ্ঠান আছে। কর্মসংস্থান হয়েছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে এসব কর্মীর অবদান ৪১ বিলিয়ন ইউরোরও বেশি।
ডাবলিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৬ দশমিক ৩ বিলিয়ন ইউরো ট্যাক্স আদায় করেছে আয়ারল্যান্ড। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে এ বছর ৪৫ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আয়ারল্যান্ডের অর্থনীতিতে।
ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, তার পরিকল্পনা কর্পোরেট করের হার ১৫ শতাংশে নামিয়ে আনা এবং আমদানির ওপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প।
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প তাঁর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড। এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।
ফেসবুক, অ্যাপল, ইনটেল, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি পণ্যসহ তথ্য-প্রযুক্তি খাতেও নামতে পারে ধস।
আয়ারল্যান্ডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশি মাকসুদুর রহমান বলেছেন, ‘ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শুল্ক নিয়ে যদি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে।’
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ হিসেবে দেখছেন আইরিশ অর্থনীতিবিদেরা।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আয়ারল্যান্ডের অর্থনীতিতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। ট্রাম্প যুক্তরাষ্ট্রে কর্পোরেট কর হার কমানো এবং আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেওয়ায় আইরিশ রপ্তানিতে ধস নামতে পারে বলে সতর্ক করেছেন সে দেশের অর্থনীতিবিদেরা।
আয়ারল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রায় হাজার খানেক প্রতিষ্ঠান আছে। কর্মসংস্থান হয়েছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে এসব কর্মীর অবদান ৪১ বিলিয়ন ইউরোরও বেশি।
ডাবলিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ১০ মাসে ৭৬ দশমিক ৩ বিলিয়ন ইউরো ট্যাক্স আদায় করেছে আয়ারল্যান্ড। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে এ বছর ৪৫ দশমিক ৬ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড। তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে আয়ারল্যান্ডের অর্থনীতিতে।
ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, তার পরিকল্পনা কর্পোরেট করের হার ১৫ শতাংশে নামিয়ে আনা এবং আমদানির ওপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প।
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্প তাঁর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড। এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।
ফেসবুক, অ্যাপল, ইনটেল, মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি পণ্যসহ তথ্য-প্রযুক্তি খাতেও নামতে পারে ধস।
আয়ারল্যান্ডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশি মাকসুদুর রহমান বলেছেন, ‘ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শুল্ক নিয়ে যদি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে।’
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ হিসেবে দেখছেন আইরিশ অর্থনীতিবিদেরা।
তাঁর ক্যারিয়ারে প্রশংসিত ও জনপ্রিয় ছবির সংখ্যাও কম নয়। ৩৩ বছরের দীর্ঘ পথচলা। তবু এত দিন অধরা ছিল জাতীয় স্বীকৃতি। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ইসরায়েল তাদের বেশির ভাগ কূটনৈতিক কর্মী ফিরিয়ে আনছে। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) উপসাগরীয় দেশটিতে ইসরায়েলিদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এ পদক্ষেপ নিয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (ইস্ট কোস্ট হাইওয়ে) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বাংলাদেশি নাগরিক। আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের কিলোমিটার ২০০ দশমিক ৮ নম্বর পয়েন্ট পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।