logo
প্রবাসের খবর

বাহরাইনের চমক: ১০ হাজারের বেশি গোল্ডেন ভিসা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ নভেম্বর ২০২৪
Copied!
বাহরাইনের চমক: ১০ হাজারের বেশি গোল্ডেন ভিসা
বাহরাইনে গোল্ডেন ভিসার প্রতীকী ছবি– সৌজন্য বাহরাইন দিস মান্থ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন বিদেশিদের জন্য ১০ হাজারের বেশি গোল্ডেন রেসিডেন্সি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে দেশের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্সি অ্যাফেয়ার্স (এনপিআরএ) বিষয়টি অনুমোদন করেছে। বিশ্বের ৯৯টি দেশের নাগরিকেরা এই বিশেষ ভিসা পাবেন।

এ ব্যাপারে অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের অর্থনৈতিক ও বিনিয়োগ প্রবৃদ্ধি, দক্ষ ও মেধাবীদের আকর্ষণ করার অংশ হিসেবে এ রেসিডেন্সি বা আবাসিক ভিসা দেয়া হচ্ছে।

এবারে যারা এই গোল্ডেন রেসিডেন্সি ভিসা পাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা রয়েছেন। শিল্পী ও ক্রীড়াবিদসহ অন্তর্ভুক্ত রয়েছেন দেশটিতে দীর্ঘ সময় অবস্থানরত পেশাজীবী ও তাদের পরিবারের সদস্যরা।

সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত ‘গেটওয়ে গালফ ২০২৪’ শীর্ষক বিশেষ আয়োজন থেকে গোল্ডেন রেসিডেন্সি ভিসার ঘোষণা করা হয়। ফোরামটি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বিনিয়োগ নিয়ে কাজ করছে। সাম্প্রতিক এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নির্বাহীরা। সেখানে বাহরাইনের ‘ইকোনমিক ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করেন দেশটির কর্মকর্তারা। তারা বলেন, এ লক্ষ্য সামনে রেখে আবাসিক পরিষেবার ডিজিটাল রূপান্তরে কাজ করছে দেশটি।

টানা পাঁচ বছরের বেশি বাহরাইনে বসবাস করলে পাওয়া যেতে পারে গোল্ডেন রেসিডেন্সি ভিসা। এ শর্ত পূরণ করা কর্মী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের ন্যূনতম মাসিক আয় হতে হবে ২ হাজার বাহরাইন দিনার বা ৫ হাজার ৩০০ ডলার আয়।

সাধারণত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে গোল্ডেন রেসিডেন্সি ভিসার যোগ্যতা নির্ধারণ করে বাহরাইন। সম্পত্তির মালিকানা দেখিয়েও দেশটিতে এই ভিসা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম ২ লাখ দিনার বা ৫ লাখ ৩১ হাজার ডলার মূল্যের সম্পত্তির মালিক হতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কমপক্ষে ৪ হাজার দিনার বা ১০ হাজার ৬০০ ডলার মাসিক আয় থাকতে হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।

গোল্ডেন রেসিডেন্সি ভিসা আবেদন সহজ করার জন্য বাহরাইন সরকার বিশেষ ওয়েবসাইট চালু করেছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা।

আরও পড়ুন

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত

টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যালে (২০২৫) দুপুর থেকে পুরোটা বিকেলজুড়ে ইংরেজি ভাষার কবিরা এবং বাঙালি কবি, আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করেন। আরও যুক্ত হয়েছে টরন্টোর জননন্দিত আবৃত্তি সংগঠন অন্যস্বর, বাচনিক, উত্তরের জানালা এবং রাইটার্স ক্লাব কানাডা।

১৩ ঘণ্টা আগে

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়ার টিকিট বিক্রি শুরু

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের (২০২৬) টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে দর্শক–সমর্থকদের অপেক্ষার অবসান হয়েছে। বেঙ্গল টাইগ্রেসের সমর্থকেরা ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের খেলা দেখার জন্য অবিলম্বে তাদের টিকিট নিশ্চিত করতে পারবেন।

১৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

মালয়েশিয়ায় চলছে বিশ্বের বৃহত্তম হালাল শোকেস হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (এমআইএইচএএস)। এটি হালাল শোকেসের ২১তম আসর। হালাল শোকেসে বিশ্বের ৩৯ দেশের ১০১৯টি কোম্পানি অংশ নিচ্ছে। এই হালাল শোকেসে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

২১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

সুইজারল্যান্ড বৈশ্বিক উদ্ভাবন সূচকে আবারও শীর্ষে

বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডব্লিউআইপিও) কর্তৃক জেনেভায় প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইনডেক্স (GII) ২০২৫ অনুযায়ী সুইজারল্যান্ড আবারও বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। টানা ১৫তম বছরের মতো আল্পস পর্বতমালার এ দেশটি মর্যাদাপূর্ণ এ সূচকে এক নম্বরে রয়েছে।

২১ ঘণ্টা আগে