logo
প্রবাসের খবর

লাল পপি ফুল বুকে নিয়ে কানাডার নাগরিকেরা আজ স্মরণ করবেন জাতীয় বীরদের

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে১১ নভেম্বর ২০২৫
Copied!
লাল পপি ফুল বুকে নিয়ে কানাডার নাগরিকেরা আজ স্মরণ করবেন জাতীয় বীরদের

প্রতি বছরের মতো স্থানীয় সময় আজ (১১ নভেম্বর) কানাডাজুড়ে পালিত হবে রিমেম্বারনেস ডে। কানাডায় এই একটি দিন উৎসর্গ করা হয়, দেশের সেইসব সৈনিক ও শান্তিরক্ষীদের প্রতি, যারা অতীতের যুদ্ধ ও মিশনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। রাজধানী অটোয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রদেশে ১১ নভেম্বর স্থানীয় সময় সকালে বেজে উঠবে স্মৃতির ঘণ্টা, আর সবাই নীরবে দাঁড়িয়ে ইতিহাসের প্রতি শ্রদ্ধায় অবনত হবেন।

দিনটির ইতিহাস

রিমেম্বারনেস ডের সূচনা হয় ১৯১৯ সালে, প্রথম বিশ্বযুদ্ধের এক বছর পর। ১৯১৮ সালের ১১ নভেম্বর, সকাল ১১টায় যুদ্ধবিরতি ঘোষিত হয়। যাকে বলা হয় ‘দ্য ইলেভেনথ আওয়ার অব দ্য ইলেভেনথ ডে অব দ্য ইলেভেনথ মান্থ’। এই সময় থেকেই কমনওয়েলথ দেশগুলো, বিশেষ করে কানাডা, দিনটিকে পালন করে আসছে বীর শহীদদের স্মরণে। দিনটি কানাডায় সরকারি ছুটির দিন।

প্রথম বিশ্বযুদ্ধে কানাডার প্রায় ৬৬ হাজার সেনা নিহত হয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ দেন আরও প্রায় ৪৫ হাজার জন। আফগানিস্তান, কোরিয়া, ও জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে আরও বহু কানাডীয় সেনা তাদের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছেন।

কানাডার সামরিক ইতিহাসে ১ লাখেরও বেশি বীরযোদ্ধা দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন।

কেন এই দিনটি গুরুত্বপূর্ণ

এই দিনটিতে কানাডীয়রা তাদের ঘর, স্কুল, অফিস ও জনসমাগমস্থলে ২ মিনিটের নীরবতা পালন করে স্থানীয় সকাল ১১টায়—যুদ্ধবিরতির প্রতীকী সময়টিতে। অটোয়ার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে রাজপরিবারের প্রতিনিধি, প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান ও সাধারণ মানুষ অংশ নেন শ্রদ্ধা নিবেদনে।

বিভিন্ন প্রদেশে সরকারি অফিস বন্ধ থাকে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয় স্মৃতি ও শান্তির বার্তা।

Remembrance Day 2


লাল পপি ফুলের ইতিহাস অর্থ

রিমেম্বারনেস ডের সবচেয়ে পরিচিত প্রতীক হলো লাল পপি (Red Poppy) ফুল। এই ফুলের প্রতীক আসে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্ল্যান্ডার্স ফিল্ডসের (Flanders Fields, Belgium) রক্তে ভেজা যুদ্ধক্ষেত্র থেকে।

১৯২১ সালে Royal Canadian Legion আনুষ্ঠানিকভাবে লাল পপিকে স্মৃতিচিহ্ন হিসেবে গ্রহণ করে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চলে পপি ক্যাম্পেইন—যেখানে বিনামূল্যে পপি বিতরণ হয় এবং মানুষ দান করে যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত সেনাদের সহায়তায়।

সাধারণত পপি বাম বুকে, হৃদয়ের কাছাকাছি লাগানো হয়—প্রাণের কাছে শ্রদ্ধার প্রতীক হিসেবে।

এখন যেভাবে স্মরণ করা হয়

আজকের কানাডা শুধুমাত্র অতীতের যুদ্ধের স্মৃতি ধারণ করে না, বরং এই দিনকে ব্যবহার করে শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়াতে। স্কুলে শিশুদের শেখানো হয় যুদ্ধের ভয়াবহতা ও শান্তির মূল্য। সোশ্যাল মিডিয়ায় #LestWeForget হ্যাশট্যাগ দিয়ে মানুষ ভাগাভাগি করে প্রিয়জনদের স্মৃতি ও শ্রদ্ধা।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়রাও আজকের দিনটিতে নানা আয়োজনে অংশ নেবেন—কেউ স্থানীয় স্মরণসভায়, কেউ অনলাইন ইভেন্টে।

এই দিনের প্রতীকী চিহ্ন নিয়ে নানা রূপ দেখা যায়—কেউ লাল পপি, কেউ সাদা পপি (শান্তির প্রতীক), কেউ কালো পপি (আফ্রিকান-ক্যারিবিয়ান সেনাদের স্মরণে) ব্যবহার করেন।

রিমেম্বারনেস ডে শুধু একটি সরকারি ছুটি নয়—এটি একটি নৈতিক আহ্বান, যাতে কানাডিয়ানরা মনে করে স্বাধীনতা, শান্তি ও মানবতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের মনে রাখা। লাল পপির ছোট্ট ফুলটি মনে করিয়ে দেয়, শান্তি কখনোই বিনা মূল্যে আসে না।

আরও দেখুন

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানে বৃহত্তর বরিশাল সোসাইটির নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশ না করার আহ্বান বাংলাদেশ দূতাবাসের

সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

১ দিন আগে

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

রিয়াদে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া, রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।

২ দিন আগে

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আবুধাবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ দিন আগে